মালাইকার ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ শরীরের সঙ্গে একেবারে আঁটকে রয়েছে পোশাক,তারওপর শর্ট জ্যাকেট পরেছেন তিনি৷ তাঁর এই অবতারের ভিডিও দারুণ ভাইরাল ভিডিও হয়েছে৷ অনেক নেটিজেন তাঁর পোশাকটিকে সস্তা বলে মনে করেছেন। পাশাপাশি এই ধরণের পোশাক পরে প্রকাশ্য রাস্তায় হাঁটা উচিত নয় এমনও অনেকে মনে করেছেন৷ তবে মালাইকা কোনও দিনই এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন৷ ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা মালাইকা অরোরাকে ট্রোল করেছেন এবং তাঁরা একজন বয়স্ক ব্যক্তিকে অভিনেত্রীর দিকে ড্যাবড্যাবে চোখে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় তাই মালাইকার অরোরার বিভিন্ন ভাইরাল ভিডিওর থেকে অনেকটাই আলাদা কারণে এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে৷ ঠিক যে কারণে নেটিজেনরা মালাইকাকে পোশাক নিয়ে জ্ঞান দিচ্ছে কিছু মানুষ ঠিক সেই কারণেই বৃদ্ধ অবাক হয়ে ড্যাবড্যাবে চোখে মালাইকার নিতম্ব দেখছে৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
আসলে মালাইকার পোশাকটি একেবারে লেপ্টে রয়েছে তার মধ্যে পোশাকের রঙ দেখতে একেবারে গায়ের রঙ৷ তাই প্রথম ঝটকায় মনে হতে পারে পরণে কি কিছুই নেই মালাইকার৷
একজন নেটিজেন বলেছেন, "মালাইকার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখুন।" অন্য একজন নেটিজেন জোর দিয়ে বলেছেন, "কেন তিনি এমন সস্তা পোশাক পরেন। আপনার শরীর দেখানোর সময় সবসময় কিছু নান্দনিক বোধ থাকা উচিত।" আবার কেউ লিখেছেন, "চাচা নো চিল।" আরেক ব্যবহারকারী লিখেছেন, "চাচা ও চাচা।" একজন নেটিজেন প্রশ্ন করেছিলেন, "আরে চাচা কেয়া দেখ রহে হো।" অন্য একজন নেটিজেন যোগ করেছেন, "ইয়ার তাঁর পিছনে বৃদ্ধের দিকে তাকান। "
অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা সম্প্রতি অর্জুনের জন্মদিন পালন করতে প্যারিসে গিয়েছিলেন। দু'জন ট্রিপ থেকে অসংখ্য ছবি এবং ভিডিও শেয়ার করেছেন যাতে তাদের খাবার খেতে এবং দারুণ সব স্পটে একসঙ্গে দেখা গিয়েছিল।
মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জিরা তাঁদের একসঙ্গে ধরেন৷ ভাইরাল ভায়ানি ইনস্টগ্রাম হ্যান্ডেলে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা মালাইকার পোশাক নিয়ে চর্চা করতে শুরু করেন।