নিজের জন্মদিন উপলক্ষে ঘাড়ের কাছেই ফারহানের নামে একটু ট্যাটু করিয়েছেন শিবানী। সেই ট্যাটুর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। স্টাইলিশ ফন্টে প্রেমিকের নাম লিখিয়েছেন তিনি। একজন কোরিয়ান শিল্পী এই শিবানীর ঘাড়ে এই ট্যাটু করেছেন। সম্প্রতি শিবানী ও ফারহান তাঁদের সম্পর্কের তিন বছর পূর্ণ করেছেন।
advertisement
যেহেতু এত বছর একসঙ্গে রয়েছেন এবং প্রায়ই নিজেদের ছবি দেন, তাই দর্শক ও অনুরাগীরা তাঁদের জিজ্ঞাসা করতেই থাকেন যে কবে তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন। ভক্তরাও তাঁদের বিয়ের জন্য যে অধীর আগ্রহ করে রয়েছেন তা তাঁদের কমেন্ট থেকেই বোঝা যায়। করোনা মহামারীতে ফারহানের সঙ্গেই ছিলেন শিবানী। সেই সময়টা তাঁকে অনেক কিছুই শিখিয়েছে বলেও জানিয়েছেন গায়িকা তথা অভিনেত্রী। এই সময়টা একসঙ্গে অনেক কাজও করেছেন বলে তিনি জানান।
একসঙ্গে থেকেও কী ভাবে পরস্পরকে সম্পর্কে স্পেস দিতে হয় এবং পরস্পরের জীবনযাপনকে শ্রদ্ধা করতে হয় তা-ও শিখেছেন তিনি। আর তাই তিনি ঠিকই করে নিয়েছেন যে, এই জীবনটা কাটাবেন ফারহানের সঙ্গেই। তাই বেশি ভাবনা চিন্তা না করে ফারহানের নামটাই নিজের শরীরে লিখেছেন তিনি।