TRENDING:

Viral Video: ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল

Last Updated:

ধর্মেন্দ্র নিজের সাইক্লিং(Dharmendra Workout) করে গম ভাঙানোর ভিডিও পোস্ট করেছেন৷ ধর্ম পাজির এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ধর্মেন্দ্রকে (Dharmendra) দেখে সকলেই বলছেন এজ ইজ জাস্ট এ নম্বর - অর্থাৎ বয়স শুধুমাত্র একটা সংখ্যা৷ বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতার বয়স এখন ৮৬ বছর৷ কিন্তু ৮৬ তেও তিনি স্বছন্দ ও সাবলীল৷ আসলে শরীরে বার্ধক্য এলেও মনে এখন যৌবনের রঙ জারি রয়েছে৷ ধর্মেন্দ্র সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ৷ তিনি সেখানে ফ্যানদের মনোরঞ্জনের জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও আপলোড করেন৷ তিনি নিজের শরীর স্বাস্থ্যের খেয়ালও রাখেন৷ তিনি সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে ট্যাগলাইনে লিখেছেন এক পন্থ দো কাজ, অর্থাৎ একটা পথ ও দুটি কাজ৷ ধর্মেন্দ্র নিজের সাইক্লিং(Dharmendra Workout)  করে গম ভাঙানোর ভিডিও পোস্ট করেছেন৷ ধর্ম পাজির এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল (Viral Video)৷
dharmendra grinding wheat with workout watch video, Viral- Photo Courtesy- Instagram/Video Grab
dharmendra grinding wheat with workout watch video, Viral- Photo Courtesy- Instagram/Video Grab
advertisement

ধর্মেন্দ্রর এক পথ ও দুই কাজ

আরও পড়ুন - HBD Twinkel Khanna: বউ পঞ্চাশ হল বলে! এক খাটিয়ায় ছবি শেয়ার করলেন অক্ষয় কুমার

ধর্মেন্দ্র নিজের ফিটনেসের (Dharmendra Workout)  সঙ্গে সঙ্গে রুটি -র জোগাড়ও করেছেন৷ ইনস্টাগ্রামে শেয়ার করা ধর্ম পাজির ভিডিও (Viral Video) এইরকমই৷ সাইক্লিং করতে ধর্মেন্দ্র গম পেষাইয়ের কাজ করছেন৷ অভিজ্ঞ অভিনেতা-র এই রূপে তাঁর ফ্যানরা একেবারে ফিদা হয়ে গেছেন৷ সাদা রঙের ট্যাক স্যুট এবং কালো রঙের টুপি পরে সাইক্লিং করছেন৷ ধর্মেন্দ্র ফ্যানদের ব্লকব্লাস্টার শোলে ছবি মনে করিয়ে দিয়েছেন৷ এই ভিডিও (Viral Video) -র সঙ্গে ক্যাপশনে তিনি  লিখেছেন, সাইক্লিং- সাইক্লিং, সাইক্লিং, সাইক্লিং আর চাক্কি পিসিং, অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং - হা হা৷

advertisement

ধর্মেন্দ্র -র ফ্যান এই জোগাড়ের তারিফ করেছে

আরও পড়ুন - Ashes: বিরাটের থেকেও বেশি স্যালারি তাও লজ্জায় দেশের সম্মান মাটিতে মেশালেন Joe Root

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ধর্মেন্দ্র ওয়ার্ক আউট (Dharmendra Workout) করার সঙ্গে সঙ্গে গম পেষাই করছেন৷ এক ফ্যান লিখেছেন ৮৬ বছরের ওল্ড ইয়ং বয়৷ একজন লিখেছেন গরম-ধরম৷ এক ফ্যান লিখেছেন আপনি খুবই ডাউন টু আর্থ৷ ইশ্বর আপনাকে দীর্ঘ জীবন দিন ৷ এক ফ্যান লিখেছেন জাঠ কা থট৷ সকলে তাঁকে এত এনার্জেটিক দেখে একেবারে দারুণ খুশি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল