এরই পাশাপাশি মামলায় উল্লখ করা হয়েছে, বলিউড নিয়ে চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মানহানিকারক, দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিকর 'ভুয়ো' খবর দেখানো বন্ধ হোক৷
বলিউড বড় ইন্ডাস্ট্রি, যুক্ত প্রচুর মানুষ এবং এটাই তাঁদের আয়ের উৎস৷ এর পাশাপাশি বলিউডের হাত ধরে দেশে বেড়েছে পর্যটন৷ অন্যান্য দেশে ভারতীয় সংস্কৃতির প্রভাব ফেলেছে বলিউড৷ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা উচিৎ নয় বলেই মত প্রযোজনা সংস্থাগুলির৷ যে সব প্রযোজনা সংস্থা এই মামলায় সামিল হয়েছে, তাদের মধ্যে রয়েছে আমির খান, অজয় দেবগণ, অনিল কাপুরের মতো নামজাদা তারকাদের প্রযোজনা সংস্থা৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দ্য় প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া, দ্য় সিনে অ্য়ান্ড টিভি আর্টিস্ট অ্য়াসোসিয়েশন, আমির খান প্রোডাকশনস, অজয় দেবগণ ফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্য়ান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক, আরবাজ খান প্রোডাকশনস, আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস, ধর্মা প্রোডাকশনস-এর মতো নামীদামি সংস্থা।
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে একটি ট্যুইটে এই খবর জানানো হয়েছে৷ এই খবরটি ট্যুইটারে তুলে ধরেন তরণ আদর্শ৷ সেই পোস্টে প্রথম সারির সব তারকাদের নাম তিনি উল্লেখিত রয়েছে।
