TRENDING:

দুর্গা নামের আগে ‘সেক্সি’ শব্দ, সেন্সরের নির্দেশে নাম বদল সিনেমার !

Last Updated:

বেশ কিছুদিন ধরেই বিতর্ক উঠেছিল মালয়ালি ছবি ‘সেক্সি দুর্গা’ নিয়ে ৷ বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কে তুমুল ঝড় উঠেছিল এই ছবির নামকরণ নিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেশ কিছুদিন ধরেই বিতর্ক উঠেছিল মালয়ালি ছবি ‘সেক্সি দুর্গা’ নিয়ে ৷ বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কে তুমুল ঝড় উঠেছিল এই ছবির নামকরণ নিয়ে ৷ শেষমেশ সিবিএফসি-র নির্দেশেই ছবির নাম বদলে বাধ্য হয়েছেন সনল কুমার শশীধরণ৷ ‘সেক্সি দুর্গা’র বদলে ছবির নাম রাখা হয়েছে ট্রিপল এক্স !
advertisement

সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘সেন্সর এই ছবিকে ইউ-এ সার্টিফিকেট দিয়েছে ৷ ২১ টি অডিওতে মিউট করার নির্দেশও দিয়েছে সেন্সর ৷ কিন্তু কিছু চলতি গালিগালাজ ছাড়া এই ছবিতে এমন কিছু নেই যা

সমাজের পক্ষে ক্ষতিকর৷ আমার মনে হয় কল্পনায় কখনও সেন্সর থাকা উচিত নয় ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুম্বইয়ে শুরু হওয়া জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রক আপত্তি তোলে এই প্রর্দশনে ৷ মন্ত্রকের তরফ থেকে জানানো হয় বিনা সেন্সরে ছবি রিলিজ হলে বিবিধ অশান্তি ঘটতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্গা নামের আগে ‘সেক্সি’ শব্দ, সেন্সরের নির্দেশে নাম বদল সিনেমার !