টিজারে দেখা গিয়েছে, দীর্ঘ বারো বছর পর একসঙ্গে কাজে ফেরা নিয়ে মেক-আপ করতে করতে কথা বলছেন সইফ আলি খান (Saif Ali Khan) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। সেই সময় ছবিতে নবাগতা শর্বরী ও সিদ্ধান্ত চতুর্বেদীকে দেখা যায় টিজারে। রানি ও সইফকে তাঁরা এসে জানান, তাঁরাই ছবিতে বান্টি ও বাবলি। সেই কথা শুনে রেগে যান রানি। তিনি বলেন, এই সেটে একজনই বাবলি এবং সেটা তিনি। সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁরা জানতে পারেন, ছবির প্রযোজক আদিত্য চোপড়া স্ক্রিপ্টে বদল করেছেন। রানি ও সইফ দু'জনেই পরিচালক ও প্রযোজককে তাঁদের সঙ্গে দেখা করতে বলে বেরিয়ে যান।
advertisement
এমন রহস্যময় ও মজার মোড়কে তৈরি করা টিজার নিমেষে দর্শকের মন জয় করেছে। আগামী ২৫ অক্টোবর, সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার। দর্শকদের বক্তব্য, টিজারেই এমন চমক, তাহলে ট্রেলারে কী নিয়ে আসছেন বান্টি এবং বাবলি। ছবিতে বান্টি ওরফে রাকেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান ও ভিম্মি ওরফে বাবলি রানি মুখোপাধ্যায়। তাঁদের সঙ্গেই পাল্লা দিয়ে চোর-পুলিশের খেলায় মেতে উঠবেন সিদ্ধান্ত ও শর্বরীর জুটি।
এই ছবিতে বহুদিন পর একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রানি মুখোপাধ্যায় ও সইফ আলি খানকে। এছাড়াও দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ওয়াগকে। জানা গিয়েছে, এই ছবি কোনও ভাবেই ডিজিটাল মাধ্যমে মুক্তি দিতে চান না আদিত্য চোপড়া। তাঁর মতে, এই ছবি একেবারেই পরিবারকে হলে নিয়ে আসার ছবি। বহুদিন পর রানি-সইফকে দেখতেও হলে যাবেন দর্শক। ফলে ছবির মুক্তি পিছিয়ে বড় পর্দাতেই মুক্তি পাবে 'বান্টি অওর বাবলি ২'। ছবির পরিচালক বরুণ ভি শর্মা ও প্রযোজক যশ রাজ ফিল্মস।
আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্তে পিছিয়ে যাচ্ছে এই ছবির মুক্তি!