TRENDING:

প্রয়াত সুরকার খৈয়াম, চোখের জলে বিদায় জানাল বলিউড...

Last Updated:

১০ দিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত সুরকার খৈয়াম৷ বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড৷ কভি কভি, উমরাও জান, ত্রিশূল ছবিতে খৈয়ামের সুরে মুগ্ধ হয়েছিল সঙ্গীতপ্রেমীরা৷ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৩ বছর৷
advertisement

১০ দিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি৷ বার্ধক্যজনিতক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি৷ রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃ্ত্যুর কথা ঘোষণা করেন চিকিৎসকরা৷ রবিবারই ৯৩তে পা দেন এই বর্ষীয়ান সুরকার৷

Composer Khayyam death

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খুব কম বয়স থেকে সঙ্গীত নিয়ে কাজ শুরু করেন খৈয়াম৷ প্রথম কাজই ছিল উমরাও জান৷ তারপর একের পর এক ছবিতে হিট মিউজিক দিয়েছিলেন তিনি৷ প্রায় ৪ দশক ধরে তাঁর জনপ্রিয় সুরে মজে ছিলেন সিনেমাপ্রেমীরা৷ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন৷ পেয়েছিলেন পদ্মভূষণ সম্মানও। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। ২০১০ সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত সুরকার খৈয়াম, চোখের জলে বিদায় জানাল বলিউড...