TRENDING:

'' জনা ১৫ লোক...! '' ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন করিশ্মা শর্মা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ করিশ্মা শর্মা। বড় পর্দাতেও অভিনয় করেছেন। ‘রাগিণী এম এম এস টু’-তে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। হঠাৎ করেই নায়িকা সামনে আনলেন তাঁর জীবনের এক ভয়ঙ্কর সত্য!
advertisement

সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করে এখনও শিউড়ে ওঠেন নায়িকা। জানালেন, তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। তাঁর ভাষায়, '' আমি একবার বন্ধুদের সঙ্গে ধর্মশালায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার পর, নিজেদের মধ্যে গল্প করছিলাম। চলছে ছবি তোলাও। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি জনা ১৫ লোক ঘিরে ধরেছে আমাদের। খুব বাজে ভাবে তাকাচ্ছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, কোনও কথা বলতে পারছিলাম না। দৌড়ে নেমে এসেছিলাম সকলে…।’’

advertisement

শুধু মন্দিরেই নয়, ওই ট্রিপে শপিংয়ের সময়ও নাকি করিশ্মাকে অনুসরণ করেছিলেন কয়েকজন। এমনকি, তাঁদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও সে সময় মনে হয়েছিল অভিনেত্রীর।

একতা কপূরের একটি ওয়েব সিরিজে কুশল টন্ডনের সঙ্গে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে করিশ্মাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

আরও পড়ুন-'সেটে সেদিন এই হিরোরা না থাকলে আমাকে কাপড় খুলে নাচতেই হত'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'' জনা ১৫ লোক...! '' ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন করিশ্মা শর্মা