TRENDING:

সুশান্ত সিংয়ের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়, আত্মহত্যার আগেই Wikipedia পেজে কী করে হল মৃত্যুর আপডেট!

Last Updated:

বলি অভিনেতা -র মৃত্যুর তদন্তে নেমে মুম্বই পুলিশের হাতে রোজই আসছে চাঞ্চল্যকর তথ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের সুইসাইডের ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ তদন্ত যেরকম এগোচ্ছে তাতে রোজই নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের ৷ ঠিক কীভাবে কী হয়েছিল তা নিয়ে তদন্ত জারি রয়েছে ৷ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা করার আগেই উইকিপিডিয়া পেজের হিস্ট্রিতে তাঁর আত্মহত্যার বিষয়টি আপডেট করে তৈরি রাখা ছিল ৷ হিস্ট্রি অনুযায়ী ৮টা ৫৯ এ এই তথ্যটি আপডেট করা হয়েছিল ৷
advertisement

এটা কী করে সম্ভব ৷ কী কারণ রয়েছে যে এই পয়েন্টটিকে জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷ এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে ৷ পুলিশ এই উইকিপিডিয়া পেজের ফ্যাক্ট ভেরিফাই করতে চাইছে ৷ মুম্বই পুলিশের হাতে যে বয়ানগুলি এসেছে তার ভিত্তিতে জানা যাচ্ছে যে সেদিন সুশান্ত সিং রাজপুত প্রায় সাড়ে নটা নাগাদ বাইরে এসেছিলেন৷ এরপর উনি জুস খেয়ে প্রায় ১০ টা নাগাদ নিজের ঘরে ফেরত চলে যান ৷

advertisement

এই অবস্থায় কী করে উইকিপিডিয়ার হিস্ট্রিতে সুশান্ত  সিং রাজপুতের আত্মহত্যার তথ্য আগে থেকেই আপডেট হল সেটা বড় ধাঁধায় ফেলেছে ৷ এই ঘটনা নিয়ে নানা মহল থেকে নানা রকম প্রশ্ন উঠছে ৷ সাইবার সেল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উইকিপিডিয়া ইউটিসি টাইমলাইন (Coordinated Universal Time) ফলো করে ৷ যা ইন্টারন্যাশানাল টাইমলাইন থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পিছনে থাকে ৷ এই তথ্য আপডেট করা নিয়ে এখনও অবধি যা জানা গেছে তাতে পরিষ্কার হয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় নিয়ে কোনও অতিরিক্ত  গণ্ডগোল করা হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর ঘর থেকেই পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ এই ঘটনার পর পুলিশ  একের পর এক জেরা করছে ৷ এই আত্মহত্যার কারণ হিসেবে পেশাগত শত্রুতা , মানসিক অস্বস্তি -র মত বিষয়গুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিংয়ের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়, আত্মহত্যার আগেই Wikipedia পেজে কী করে হল মৃত্যুর আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল