TRENDING:

এবার কী হবে!  ক্লান্ত পঙ্কজ ত্রিপাঠী অভিনয় থেকেই ‘ছুটি’ নিতে চাইছেন!

Last Updated:

অভিনয় দেখে মনে হয় বিষয়টা করা খুব সহজ, কিন্তু বিষয়টি অতটাও সহজ নয় বরং খুব কঠিন কাজ- পঙ্কজ ত্রিপাঠী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট, তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়, এ নিয়ে দ্বিমত পোষণ করবেন না হয়তো কেউই। কখনও তিনি খলনায়ক, কখনও তিনি বাবা, আবার কখনও তিনি হেড মাস্টার। কৌতুক অভিনয়েও যিনি অনেক অভিনেতাকে মাত দেন। তাঁর প্রতিটি চরিত্র মুগ্ধ করেছে দর্শককে। তিনি হলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। তিনি এখনকার সেরা অভিনেতাদের মধ্যে একজন। সম্প্রতি মুক্তি পাওয়া মিমি (Mimi) ছবিতে তাঁর অভিনয় আরও একবার আলোরবৃত্তে নিয়ে এসেছে পঙ্কজ ত্রিপাঠীকে। Firstpost-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, এক এক সময়ে মনে হয় কিছুদিনের বিরতি নেই, কিন্তু এত প্রজেক্টের সঙ্গে জড়িত থাকার পর বিরতি নেওয়া পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আসলে দর্শককে আমি নতুন কিছু অভিনয় দেখাতে চাই যাতে দর্শকরা কিছু নতুনত্ব খুঁজে পায় ও একই জিনিস দেখে বিরক্ত না হয়”।
advertisement

এর সঙ্গে তিনি যোগ করে বলেন, “আমি থিয়েটারের থেকে অনুপ্ররণা পাই, থিয়েটারে কাজ করতে করতে অনক কিছু শিখতাম”। তিনি মনে করেন অভিনয়ের সময় যেকোনও চরিত্র বাস্তব ও অর্থপূর্ণ হওয়া উচিত। অভিনয় দেখে মনে হয় বিষয়টা করা খুব সহজ, কিন্তু বিষয়টি অতটাও সহজ নয় বরং খুব কঠিন কাজ। তিনি আরও বলেন, “আমি মাঝে মাঝেই চিন্তা করি নতুন কিছু করার, তাই বিরতি নিতে ইচ্ছা করে, আসলে আমার মনের মতো কাজ অভিনয় নয়, বরং কোথাও ঘুরতে যাওয়ার মধ্যে জীবনের সব আনন্দ খুঁজে পাই আমি। আর সেগুলি ছবি শুটিংয়ের মাধ্যমে করতে পারি, তাছাড়া অভিনয় করার মধ্যে অন্য কোনও আগ্রহ নেই আমার। আমি শহরে থাকতে পছন্দ করিনা, আমি কোনও পার্টিতে যাওয়া পছন্দ করি না”। যাইহোক অভিনেতার ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতেই পারে, তবে পঙ্কজ ত্রিপাঠী দর্শকের মন জুগিয়ে চলেছেন আগামীতেও চলবেন বলে আশা রইল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার কী হবে!  ক্লান্ত পঙ্কজ ত্রিপাঠী অভিনয় থেকেই ‘ছুটি’ নিতে চাইছেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল