TRENDING:

লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি

Last Updated:

দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷
advertisement

২০১৫ সালে কিছু বন্ধুর মাধ্যমে ফ্যাশন স্টাইলিশ নেরু রানধাওয়ার সঙ্গে পরিচয় হয়েছিল আরমানের ৷ এর কিছুদিনের মধ্যেই ডেটিং শুরু করেন তাঁরা ৷ এরপর সেই সম্পর্কের জল গড়ায় আরও ৷ লিভ-ইন শুরু করেন আরমান আর নেরু ৷

আরও পড়ুন: সামনেই বিয়ে, তার আগে বিরাট ধাক্কা পেলেন রণবীর সিং

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নাকি অর্থনৈতিক বিষয় নিয়ে অশান্তি চরমে উঠেছিল ওই যুগলের মধ্যে ৷ এমনকি তাঁদের মতেরও মিল হচ্ছিল না ৷ এই নিয়ে নাকি প্রায় রোজই ঝামেলা হত ৷ গত রবিবার, চরমে ওঠে অশান্তি ৷ নেরু পুলিশের কাছে জানান, রেগে গিয়ে তাঁকে চুলির মুঠি ধরে মারতে শুরু করেন আরমান ৷ এলোপাথারি কিল, ঘুষিও চালাতে থাকেন ৷ দেওয়ালে মাথা ঠুকে দেন কোহলি ৷ আহত অবস্থায় পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করেন নেরু ৷ এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি তিনি ৷ চলছে চিকিৎসা ৷

advertisement

তখন সুখের সময় ৷ ছবি : ইনস্টাগ্রাম ৷

আরও পড়ুন: গান চুরি আমাকে গায়ক বানিয়েছিল, চুলের রং চুরি আমাকে পরিচালক বানাল: শিলাজিৎ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

১৯৯২ সালে বিখ্যাত পরিচালক রাজকুমার কোহলির ছবি ‘বিরোধী’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন ছেলে আরমান ৷ এরপর ‘জানি দুশমন’, ‘এলওসি কার্গিল’-এও মুখ দেখিয়েছেন তিনি ৷ তবে কেরিয়ারে কোনওদিনই তেমন সাফল্য পাননি ৷ এক সময় কাজলের বোন তানিশার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ৷ কিন্তু টেঁকেনি সেই সম্পর্কও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি