TRENDING:

লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি

Last Updated:

দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷
advertisement

২০১৫ সালে কিছু বন্ধুর মাধ্যমে ফ্যাশন স্টাইলিশ নেরু রানধাওয়ার সঙ্গে পরিচয় হয়েছিল আরমানের ৷ এর কিছুদিনের মধ্যেই ডেটিং শুরু করেন তাঁরা ৷ এরপর সেই সম্পর্কের জল গড়ায় আরও ৷ লিভ-ইন শুরু করেন আরমান আর নেরু ৷

আরও পড়ুন: সামনেই বিয়ে, তার আগে বিরাট ধাক্কা পেলেন রণবীর সিং

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নাকি অর্থনৈতিক বিষয় নিয়ে অশান্তি চরমে উঠেছিল ওই যুগলের মধ্যে ৷ এমনকি তাঁদের মতেরও মিল হচ্ছিল না ৷ এই নিয়ে নাকি প্রায় রোজই ঝামেলা হত ৷ গত রবিবার, চরমে ওঠে অশান্তি ৷ নেরু পুলিশের কাছে জানান, রেগে গিয়ে তাঁকে চুলির মুঠি ধরে মারতে শুরু করেন আরমান ৷ এলোপাথারি কিল, ঘুষিও চালাতে থাকেন ৷ দেওয়ালে মাথা ঠুকে দেন কোহলি ৷ আহত অবস্থায় পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করেন নেরু ৷ এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি তিনি ৷ চলছে চিকিৎসা ৷

advertisement

তখন সুখের সময় ৷ ছবি : ইনস্টাগ্রাম ৷

আরও পড়ুন: গান চুরি আমাকে গায়ক বানিয়েছিল, চুলের রং চুরি আমাকে পরিচালক বানাল: শিলাজিৎ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১৯৯২ সালে বিখ্যাত পরিচালক রাজকুমার কোহলির ছবি ‘বিরোধী’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন ছেলে আরমান ৷ এরপর ‘জানি দুশমন’, ‘এলওসি কার্গিল’-এও মুখ দেখিয়েছেন তিনি ৷ তবে কেরিয়ারে কোনওদিনই তেমন সাফল্য পাননি ৷ এক সময় কাজলের বোন তানিশার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ৷ কিন্তু টেঁকেনি সেই সম্পর্কও ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি