TRENDING:

বলিউডে ফিরছেন 'রোজা'! রণবীর কাপুরকেও দেখা যেতে পারে এবার তাঁর সঙ্গে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: ফের বলিউডে ফিরছেন মধু। 'রোজা' ছবিতে মধুর অভিনয় আজও ভুলতে পারেনি কেউ। মিষ্টি দেখতে মধু বলিউডে পা রেখেছিলেন ৯০ এর দশকে। 'ফুল অউর কাঁটে' দিয়ে যাত্রা শুরু করলেও মাত্র আট বছর ইন্ডাষ্ট্রিতে কাজ করার পর বিয়ে করে অভিনয় থেকে দূরে চলে যান তিনি। তবে আবার তিনি আসতে চলেছেন বলিউডে। হরর কমেডি ছবি 'খাল্লি বাল্লি'র হাত ধরে।
advertisement

তবে মধু বলছেন, "আমি কোনও দিনই অভিনয় থেকে দূরে যায়নি। হ্যাঁ বিয়ের পর আমি বলিউডে না ফিরে সাউথের ছবিতে কাজ করা শুরু করি। তাই অভিনয়ে ফিরছি এটা ভুল কথা। বলতে পারেন বলিউডে ছবি করছি অনেক দিন পর।" বলিউডের কোন অভিনেতার সঙ্গে তিনি কাজ করতে চাইবেন প্রশ্ন করা হলে মধুর স্পষ্ট জবাব,"রণবীর কাপুর। আমার রণবীরের অভিনয় সব থেকে ভাল লাগে। ও আমাকে পাগল করে দেয়। দরকার পরলে আমি ওর মায়ের চরিত্রেও অভিনয় করতে পারি। নায়িকাও হতে পারি।" দেখা যাক এখন মধুর সঙ্গে রণবীরকে কোন চরিত্রে দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে ফিরছেন 'রোজা'! রণবীর কাপুরকেও দেখা যেতে পারে এবার তাঁর সঙ্গে!