TRENDING:

Bigg Boss OTT: দিদির ভাবমূর্তি সাফ করার চেষ্টা? শিল্পার ধড়কনের দৃশ্য অভিনয় করছেন শমিতা!

Last Updated:

জীশান আর শমিতা নিজেরাও ওই ছবির কিছু আইকনিক সংলাপ এবং মুহুর্ত তৈরি করে বেশ আনন্দ পান (Bigg Boss OTT)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাত্র কয়েকদিনের মধ্যেই বিগ বস ওটিটিতে (Big Boss OTT) দর্শকদের মনোরঞ্জনে কোনও রকম রসদের খামতি নেই। প্রতিটি প্রতিযোগীই নিজেদের প্রমাণ করতে চেষ্টা করছেন। তবে কুমকুম ভাগ্য (Kumkum Bhagya) সিরিয়াল খ্যাত জীশান খান (Zeeshan Khan) ইতিমধ্যেই বিগ বস ওটিটি হাউসে নিজের ব্যক্তিত্ব এবং মজাদার আচরণে এক বিশেষ জায়গা তৈরি করেছেন। তিনি শুধু দর্শকদের পছন্দের তালিকায় আসেননি, একই সঙ্গে বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন।
advertisement

সম্প্রতিজীশান খান বিগ বসের ঘরে অভিনেতা সুনীল শেট্টির (Suniel Shetty) একটি দৃশ্য দক্ষতার সঙ্গে অভিনয় করে দেখিয়েছেন। তবে এখানেই শেষ নয়, জীশান সুনীল শেট্টির ধড়কন (Dhadkan) ছবি থেকে একটি আইকনিক দৃশ্যে অভিনয় করেন সহ-প্রতিযোগী শমিতা শেট্টির (Shamita Shetty) সঙ্গে, ঘটনাক্রমে যাঁর দিদি শিল্পা শেট্টিই (Shilpa Shetty) ছিলেন ওই ছবির নায়িকা। ঘরের বাকি সদস্যরা এবং দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি জীশান আর শমিতা নিজেরাও ওই ছবির কিছু আইকনিক সংলাপ এবং মুহুর্ত তৈরি করে বেশ আনন্দ পান।

advertisement

প্রসঙ্গত, বিগ বসে যাওয়া নিয়ে জীশান একটি সাক্ষাৎকারে বলেন, “আমি চেয়েছিলাম যে জীশান খান কেমন তা দেখানোর জন্য বিগ বস আমায় সুযোগ দিক।" তবে তিনি যে অন্য অভিনেতাদের মতো নন তাও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন। জীশানের মতে, "যতক্ষণ আপনি জানেন যে আপনি কারও অনুভূতিতে আঘাত করছেন না, ততক্ষণ প্রশ্ন করুন।" উল্লেখ্য একটি বাথরোব ভিডিওতে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন জিশান। যদিও ওই ভিডিও নিয়ে তাঁকে সমালোচনার মুখোমুখিও পড়তে হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এপ্রসঙ্গে বাথরোববয় বলেন "কেউ কেউ আমার বাথরোব ভিডিওকে সস্তা প্রচার বলেছিলেন, আমার এতে কি আছে ? আমি একটি জনপ্রিয় টিভি শোয়ে কাজ করছি, আমার ব্লগ দারুণ হচ্ছে। কতজন এই ঝুঁকি নিচ্ছেন?" তবে যে প্রতিযোগীকে শোয়ের সঞ্চালক করণ জোহর (Karan Johar) অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)-এর সঙ্গে তুলনাও করেছেন তাঁকে বেশ লম্বা দৌড়ের ঘোড়া বলাই যায়!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: দিদির ভাবমূর্তি সাফ করার চেষ্টা? শিল্পার ধড়কনের দৃশ্য অভিনয় করছেন শমিতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল