সূত্র বলছে, রিধিমা পণ্ডিত বিগ বস ১৪-তে আসার কথা ছিল, কিন্তু কোনও এক কারণে তা হয়ে ওঠেনি। এই বছরের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে তাঁর মা মারা গিয়েছেন। রিধিমা বিগ বসের ঘরে ঢোকার আগে বলেছেন, “আমি একান্ত নিজের বিষয়গুলিকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তা বলে সেশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি না এমনটাও না! আমি সেলিব্রিটি হলেও আমার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, সেখানে শুধু আমার পরিবার ও বন্ধুরা রয়েছে। আমি জানি বিগ বসের ঘরে আমার ব্যক্তিগত বলতে আর কিছুই থাকবে না। তবে তার জন্য আমি প্রস্তুত। বিনোদন জগতে পা দেওয়ার পর থেকেই আমি একের পর এক কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। গত বছর এখানে আসার সুযোগ পেয়েছিলাম কিন্তু আসতে পারিনি। একদিকে ভালই হয়েছে মায়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি। গত বছর যদি আমি এই শোতে অংশ নিতাম তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। কারণ কিছুদিন হল মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। এখন বাড়িতে ৯৩ বছরের দিদিমা রয়েছেন। ফলে আমি খুব সতর্ক রয়েছি।”
advertisement
বহু হামারি রজনী কান্তে (Bahu Hamari Rajni Kant) রোবটের অভিনয় করতে দেখা গিয়েছিল রিধিমাকে। এরপর ২০১৯ সালের ফিয়ার ফ্যাক্টর: খাতরো কি খিলাড়ি ৯ (Fear Factor: Khatron Ke Khiladi 9)-এ অংশ নিয়েছিলেন তিনি। এই শোতে তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। বিগ বসের ঘরে তাঁর গেম প্ল্যান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। অভিনেত্রী তখন বলেছেন, “ভালো খেলোয়াড়রা কখনই তাঁদের কৌশল প্রকাশ করে না, তবে সত্যি কথা বলতে হলে বলব আমার কাছে কোনও প্ল্যান নেই। আমি অভিনয় পেশার সঙ্গে যুক্ত হলেও আমি ২৪ ঘণ্টা অভিনয় করতে পারব না। এখানে আমার সমস্ত অনুভূতিগুলো প্রকাশ পাবে, আশা করি এগুলোই আমার শক্তি”।