TRENDING:

Bigg Boss OTT: বিগ বসের ঘরে এই দুই অভিনেত্রীর সঙ্গে থাকতে চান করণ জোহর, কারণ জানলে হাসি থামবে না

Last Updated:

পুরুষদের অনেক রকমের টাস্ক দেন মালাইকা। তার মধ্যে নিশান্ত ভাট (Nishant Bhatt) ও করণ নাথকে (Karan Nath) পোল ডান্স করবার জন্য বলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
BiggBoss OTT:  প্রতীক্ষার অবসান হল বিগ বসের (Bigg Boss) ফ্যানেদের। অবশেষে OTT-তে লঞ্চ করল এই সুপারহিট শো। আগে থেকে জানা গিয়েছিল OTT লঞ্চ দিয়ে করণ জোহর (Karan Johar) এই শোয়ের সূচনা করবেন। তবে শোয়ের বড় চমক ছিল মালাইকা আরোরা (Malaika Arora)। যিনি পরম সুন্দরী (Param Sundari) গান দিয়ে বিগ বসের স্টেজে আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়াও হোস্টিংয়ের জন্য করণকেও সাহায্য করেন মালাইকা। পাশাপাশি, শোয়ের মহিলা প্রতিযোগীদের পুরুষ পার্টনার খুঁজতেও সাহায্য করেন অভিনেত্রী। এমনকী, পুরুষদের অনেক রকমের টাস্ক দেন মালাইকা তার মধ্যে নিশান্ত ভাট (Nishant Bhatt) ও করণ নাথকে (Karan Nath) পোল ডান্স করবার জন্য বলেন ছাইয়া ছাইয়া (Chaiya Chaiya) গার্ল।
advertisement

বেশ কিছুদিন আগে শোয়ের নির্মাতারা সোশ্যাল মিডিয়াতে বিগ বসের একটি প্রোমো ভিডিও শেয়ার করে। প্রোমো দেখেই বোঝা গিয়েছিল জমজমাট হতে চলেছে এবারের সিজনও। ভিডিওটিতে মালাইকাকে একটি চকচকে রূপোলি রঙের শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং করা সুন্দর একটি গলার হার পরে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছিল, “Bigg Boss OTT স্টেজে আগুন ধরাতে চলে এসেছেন আমাদের পরম সুন্দরী। এবারের মরসুম আরও জমজমাটি হবে। জনপ্রিয় মালাইকার পারফরমেন্সে জমে উঠবে Bigg Boss-এর মঞ্চ। এদিন রাত থেকেই Voot-এ স্ট্রিমিং শুরু হচ্ছে।”

advertisement

https://www.instagram.com/p/CSUasN5o9Uv/?utm_source=ig_web_copy_link

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

টিভিতে প্রিমিয়ার হওয়ার আগের ৬ সপ্তাহ বিগ বসের ওয়েব ভার্সনটি পরিচালনা করবেন করণ জোহর। তবে মজার বিষয় হল করণ জোহর বলেছেন ছয় সপ্তাহ তো অনেক দূরের কথা, তিনি এক ঘণ্টাও বিগ বসের বাড়িতে থাকতে পারবেন না। কারণ, তিনি ফোন ছাড়া এক মুহূর্তও কাটাতে পছন্দ করেন না। পাশাপাশি করণ জানায়, যে তিনি করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও মালাইকা আরোরাকে নিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করতে চান।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: বিগ বসের ঘরে এই দুই অভিনেত্রীর সঙ্গে থাকতে চান করণ জোহর, কারণ জানলে হাসি থামবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল