বেশ কিছুদিন আগে শোয়ের নির্মাতারা সোশ্যাল মিডিয়াতে বিগ বসের একটি প্রোমো ভিডিও শেয়ার করে। প্রোমো দেখেই বোঝা গিয়েছিল জমজমাট হতে চলেছে এবারের সিজনও। ভিডিওটিতে মালাইকাকে একটি চকচকে রূপোলি রঙের শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং করা সুন্দর একটি গলার হার পরে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছিল, “Bigg Boss OTT স্টেজে আগুন ধরাতে চলে এসেছেন আমাদের পরম সুন্দরী। এবারের মরসুম আরও জমজমাটি হবে। জনপ্রিয় মালাইকার পারফরমেন্সে জমে উঠবে Bigg Boss-এর মঞ্চ। এদিন রাত থেকেই Voot-এ স্ট্রিমিং শুরু হচ্ছে।”
advertisement
https://www.instagram.com/p/CSUasN5o9Uv/?utm_source=ig_web_copy_link
টিভিতে প্রিমিয়ার হওয়ার আগের ৬ সপ্তাহ বিগ বসের ওয়েব ভার্সনটি পরিচালনা করবেন করণ জোহর। তবে মজার বিষয় হল করণ জোহর বলেছেন ছয় সপ্তাহ তো অনেক দূরের কথা, তিনি এক ঘণ্টাও বিগ বসের বাড়িতে থাকতে পারবেন না। কারণ, তিনি ফোন ছাড়া এক মুহূর্তও কাটাতে পছন্দ করেন না। পাশাপাশি করণ জানায়, যে তিনি করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও মালাইকা আরোরাকে নিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করতে চান।