TRENDING:

Bigg Boss OTT: তৃতীয় দিনে কী চলছে বিগ বসে? রইল তার এক ঝলক

Last Updated:

Bigg Boss OTT: বর্তমানে বিগ বসের ঘরে সম্মিলিত ভাবে অধিনায়কত্ব করছেন অক্ষরা সিং এবং প্রতীক সহজপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#Bigg Boss OTT: Bigg Boss OTT ঘিরে এখন চর্চা তুঙ্গে। প্রতি দিনই ঘটছে নানান ঘটনা। আন্যান্য প্রতিযোগীদের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের জনপ্রিয় ম্যাচমেকার সীমা তাপারিয়া (Sima Taparia)। বিগ বস হাউজে তিনি প্রতিযোগীদের সাহায্য করছেন তাঁদের পছন্দের পার্টনার বেছে নিতে। অনেকের দাবি সীমা তাপারিয়াও বিগ বসের ঘরে নিজের জন্য পার্টনার খুঁজছেন। সীমা তাপারিয়া বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তাঁর ইন্ডিয়ান ম্যাচমেকিং (Indian Matchmaking) শোয়ের মাধ্যমে। তাঁকে অনেকে ‘সীমা আন্টি’ নামেও ডাকেন।
advertisement

সীমা তাপারিয়া বিগ বসের ঘরে তৃতীয় দিনে ঘোষণা করেন অক্ষরা সিং (Akshara Singh) এবং প্রতীক সহজপালের (Pratik Sehajpal) জুটি খুব শক্তিশালী হবে। একজন ভারতীয় মডেল প্রতীক সহজপাল টেলিভিশনে রিয়্যালিটি শো লাভ স্কুল সিজন ৩ (Love School season 3) দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। অন্য দিকে, অক্ষরা সিং হলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী। তিনি চর্চায় আসেন তাঁর প্রাক্তন প্রেমিক পবন সিংয়ের (Pawan Singh) বিরুদ্ধে অভিযোগের মাধ্যেমে।

advertisement

Bigg Boss OTT-র চর্চিত মুখদের মধ্যে রয়েছেন জীশান খান (Zeeshan Khan)। তিনি উরফি জাভেদের (Urfi Javed) সঙ্গে কানেকশন বানিয়েছিলেন, কিন্তু এই জুটি ঠিক জমেনি। বর্তমানে জীশান, দিব্যা আগরওয়ালের (Divya Agarwal) সঙ্গে কানেকটেড রয়েছেন।

বর্তমানে বিগ বসের ঘরে সম্মিলিত ভাবে অধিনায়কত্ব করছেন অক্ষরা সিং এবং প্রতীক সহজপাল। তাঁদের তৈরি নিয়ম মানতে রাজি নন দিব্যা আগরওয়াল। ঘরে ঢোকার পর থেকেই দিব্যার সঙ্গে প্রতীকের সম্পর্ক ভালো নয়। একে অপরের দিকে প্রথম থেকেই কাঁদা ছোঁড়াছুঁড়ি করেছেন তাঁরা। এমনকী দিব্যাকে ‘ফেক’ বলে দাবি করেছেন প্রতীক। তার পর থেকে সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। স্যোশাল মিডিয়ায় প্রতীকের ব্যবহার নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। দিব্যার প্রেমিক বরুণ সুদও (Varun Sood) স্যোশাল মিডিয়ায় চুপ থাকছেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সীমা তাপারিয়া কানেকশনদের ১ থেকে ৬-এর মধ্যে ব়্যাঙ্ক করেন। তার মধ্যে জীশান খান ও উরফি জাভেদ ষষ্ঠ স্থানে থাকেন। পরে আবার উরফিকে নমিনেট করা হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: তৃতীয় দিনে কী চলছে বিগ বসে? রইল তার এক ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল