ভারতে বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'বেল বটম'-এর প্লট। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে র'এজেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে অক্ষয়কে। দেশকে রক্ষার জন্য তাঁর উপরই ভরসা করছেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেই মতো মিশন তৈরি করছেন 'বেল বটম'। ১৯৮৪ সালের পটভূমিতে প্লেন হাইজ্যাক নিয়েই টান টান গল্প বুনেছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় নিজেও ছবির ট্রেলার শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'বেল বটম ট্রেলার ফের একবার বড় পর্দায় ছবি দেখার ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছে।'
advertisement
করোনাভাইরাসের কালবেলায় ছবি মুক্তির দিন ঘোষণার পাশাপাশি সবচেয়ে খুশির খবর হল, এই ছবি মুক্তি পাবে বড়পর্দায়। ২৭ জুলাই এই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু অক্ষয় কুমার নিজেই গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, আগামী ১৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'বেল বটম'। এদিন এই বড় ঘোষণার পাশাপাশি ছবির একটি নতুন মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয়। অভিনেতা শেয়ার করে লিখেছেন, 'বড় পর্দায় আপনাদের বিনোদন দেওয়ার সময়। দিন ১৯ অগস্ট ২০২১। আসছে বেল বটম'। এই স্পাই থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত তেওয়ারি।
ছবির অভিনেত্রী বাণী কাপুর জানিয়েছেন, বেল বটমের বড় পর্দায় মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। এই ছবির মাধ্যমে ফের দর্শক হলমুখী হতে পারবেন বলে আশাবাদী তিনি। কাজের দিক থেকে অক্ষয়ের হাতে রয়েছে রক্ষাবন্ধন, সূর্যবংশী, পৃথ্বীরাজ, রাম সেতু ও বচ্চন পান্ডে-র কাজ। বেল বটমের পর এবার আর কোন কোন ছবি বড় পর্দায় মুক্তি পায় এখন সেটাই দেখার।