জেলের বন্দিদের সপ্তাহে দুবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি দেওয়া হয়। আর সেই মতোই আরিয়ান (Aryan Khan) সুযোগ পান ভিডিও কলের। কোভিডের কারণেই হাইকোর্টের নির্দেশ রয়েছে, বন্দিরা পরিবারের সঙ্গে সপ্তাহে দুবার ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। আরিয়ান পরিবারের সঙ্গে ১০ মিনিট ভিডিও কলে কথা বলার সুযোগ পান। তবে জেলে কোনও অতিরিক্ত সুবিধা পাচ্ছেন না তিনি। কেবল মাত্র বন্দি নম্বর ৯৫৬ হিসেবেই তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছে। তাঁকে এই নম্বরের মাধ্যমেই সম্বোধন করা হচ্ছে। এছাড়াও আরিয়ানের ক্যান্টিনের খরচের জন্য ৪৫ হাজার টাকার একটি মানি অর্ডার পাঠিয়েছেন শাহরুখ ও গৌরী।
advertisement
আরও পড়ুন- তাহলে কি সম্পর্কে স্বীকৃতি! ভিকির ছবির স্ক্রিনিং-এ হাজির 'বিশেষ বন্ধু' ক্যাটরিনা
প্রসঙ্গত, গত ২ অক্টোবর মাদক নেওয়ার অভিযোগে মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে (Aryan Khan) গ্রেফতার করেছিল এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। এনসিবি-র তরফে আদালতে জানানো হয়, আরিয়ান যে তিন বছর ধরে মাদক সেবন করছেন, তার প্রমাণ মিলেছে৷ এনসিবি-র তরফে আরও যুক্তি দেওয়া হয়, আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছেও মাদক মিলেছে৷ ওই মাদক আরিয়ান এবং আরবাজ- দু' জনেরই সেবনের জন্য রাখা হয়েছিল বলেও আদালতে জানায় এনসিবি৷
আরিয়ানের সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুকেও গ্রেফতার করেছে এনসিবি। তাঁদের প্রথমে করোনার কারণে কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছিল। সম্প্রতি তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। এখন সাধারণ জেলেই রয়েছেন তাঁরা।