নিজের দুই সন্তান জাহ্নবী ও অর্জুনের সঙ্গে আরিয়ান-সুহানার ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন জুহি চাওলা। সেই ছবিতেই আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, 'শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ পুঁতব আমরা।' এর আগে শাহরুখের জন্মদিনেও ৫০০টি গাছ পুঁতেছিলেন জুহি চাওলা। আরিয়ানের জন্মদিনেই তার অন্যথা হল না।
advertisement
আরও পড়ুন: আরিয়ানের জন্মদিনে নেই কোনও হইচই! মন্নত-এ ছেলের জন্য কী আয়োজন শাহরুখের
শাহরুখের সঙ্গে জুহি চাওলার বন্ধুত্ব দীর্ঘদিনের। শাহরুখের আইপিএল দল কেকেআর-এর পার্টনারও জুহি। আরিয়ানের জামিনের সময় জামিনদার হিসেবেও সামনে এসেছেন জুহি চাওলা। আরিয়ানের জামিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিলেন তিনি। জামিন হয়ে যাওয়ার পরও রিলিজ অর্ডার জমা না পরায় একদিন বাড়তি আর্থার রোড জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে। সেই সময় জুহি বলেছিলেন, 'আমি অত্যন্ত খুশি যে খুব শিগগিরই আরিয়ান ঘরে ফিরবে। ওর ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি।' আরিয়ানের জন্য এক লক্ষ টাকার বণ্ডে সইও করতে হয় জুহি চাওলাকে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত আরিয়ান খান? NCB-র ডাকে হাজিরা দিলেন না শাহরুখ-পুত্র!
আরও পড়ুন: পুত্র ফিরতেই স্বমহিমায় 'পাঠান', সামনেই বড় প্ল্যান শাহরুখ খানের! ফাঁস News 18-এ
শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন জুহি। বলিউডে তাঁদের জুটিও জনপ্রিয়তা পেয়েছে। 'ডর', 'ইয়েস বস'-এর মতো ছবিতে শাহরুখ-জুহির জুটি সুপারহিট হয়েছিল। অন্যদিকে, মুম্বইয়ের মাদক-মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন আরিয়ান। আদালতের নির্দেশ মতো এদিনও তাঁকে এনসিবি অফিসে হাজিরা দিতে হয়েছে। এ বছরের জন্মদিনে বিশেষ কোনও সাড়ম্বড় করেনি খান পরিবার।