TRENDING:

‘পারিশ্রমিক বা স্বত্ত্ব, সব থেকে বঞ্চিত হন শিল্পীরা’ সঙ্গীত জগতের পর্দাফাঁস করলেন মোনালি ঠাকুর

Last Updated:

এখানে পারিশ্রমিক তো পান না সঙ্গীতশিল্পীরা। পাশাপাশি তাঁরা নিজের গানের স্বত্ত্বটুকুও পান না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌মুম্বই:‌ ক’‌দিন নিজের ইউটিউব চ্যানেলে সনু নিগম অভিযোগ তুলেছিলেন, বলিউডের সঙ্গীত জগতেও ‘‌মিউজিক মাফিয়া’–দের অভাব নেই। এবার কিছু সেই সুরেই সুর মেলালেন গায়িকা মোনালি ঠাকুর। তিনিও ‌একটি জাতীয় সংবাদমাধ্যমে অভিযোগ করে বললেন, এমন মাফিয়ায় ভর্তি মুম্বইয়ের সঙ্গীত জগত। আর মানসিক ভাবে সুস্থ থাকতেই তিনি নিজেকে মুম্বইয়ের সঙ্গীত জগত থেকে সরিয়ে নিয়েছেন।
advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা বলিউডে স্বজনপোষণের অভিযোগ থেকে দাদাগিরির অভিযোহ, সবই উঠে আসছে নানাভাবে। অনেক শিল্পীই বারবার মুখ খুলছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোনালি। তিনি এও জানালেন, অভিনয়ের জগত থেকে তিনি সরে এসেছিলেন এই একচাই কারণে। আর বলিউডে সঙ্গীত শিল্পীরাও যে যথেষ্ট সম্মান পান না, সে কথা মনে করিয়ে দিলেন মোনালি। বললেন, এখানে পারিশ্রমিক তো পান না সঙ্গীতশিল্পীরা। পাশাপাশি তাঁরা নিজের গানের স্বত্ত্বটুকুও পান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কোনও একটি লেবেলের হয়ে তাঁরা যদি সই করেন, তাহলে তাঁদের ৮০ থেকে ৯০ শতাংশ উপার্জন সেই লেবেলেই দিয়ে দিতে হয়। কখনও কখনও স্বত্ত্বও কেড়ে নেওয়া হয়েছে। শুধু মাত্র লাইভ কনসার্ট থেকে যা টাকা উপার্জন হয়, একজন শিল্পীর তাই দিয়েই চলে আর কিছুই নয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পারিশ্রমিক বা স্বত্ত্ব, সব থেকে বঞ্চিত হন শিল্পীরা’ সঙ্গীত জগতের পর্দাফাঁস করলেন মোনালি ঠাকুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল