আরশি বলছেন, অক্টোবরেই তাঁর বাগদান হওয়ার কথা আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে। এই ক্রিকেটারকে পছন্দ করেছেন তাঁর বাবা। কিন্তু তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ায় এই সম্পর্কে হয়তো ইতি টানতে হতে পারে। ফিয়ন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও, পরিবার থেকে হয়তো বাগদানটা বাতিল করে দেবে।
বিগবস খ্যাত আরশি বলছেন, "তিনি আমার বাবার বন্ধুর ছেলে। আমাদের কথা হতো বন্ধুর মতো। কিন্তু আমি এখন নিশ্চিত কোনও ভারতীয় পুরুষই আমার জন্য বাবা-মা খুঁজবে।" প্রসঙ্গত আফগানিস্তান নিয়ে চিন্তায় রয়েছেন আরশিও। কারণ তিনি নিজেও আফগান। আফগানিস্তানেই জন্মেছিলেন আরশি। এখনও আফগানিস্তানে রয়েছেন আরশির কয়েকজন বন্ধু। তাদের নিয়েই চিন্তিত তিনি।
advertisement
সংবাদমাধ্যমের কাছে বলছেন, "আমার জন্ম আফগানিস্তানে। পরে পরিবারের সঙ্গে ভারতে এসেছি। তালিবান শাসন চলে আসায় আফগানিস্তানের মহিলাদের কথা ভেবে আমি চিন্তিত। আমি আফগানি পাঠান। আমার ভয় করছে, গায় কাঁটা দিচ্ছে। আমি ওখানেই জন্মেছিলাম। এখনও আমি যদি ওখানে থাকতাম! এসব ভেবে ভয় চিৎকার করতে ইচ্ছে করছে।"
আরশির যখন চার বছর বয়স, তখন আফগানিস্তান থেকে ভোপালে চলে আসে তাঁর পরিবার। বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১৪-য় তামিল ছবি দিয়ে অভিনয় শুরু তাঁর। এর পরে বিগবস ১১-তে অংশ নেন আরশি। ২০১৪-র বিগবসেও এসেছিলেন তিনি।