TRENDING:

পারিবারিক ছবির সিক্যুয়াল তৈরি করলেন অর্জুন কাপুর

Last Updated:

একেই বলে সিক্যুয়াল ৷ আগের প্রজন্ম ও পরের প্রজন্ম নিয়ে ছবিই তৈরি করে ফেললেন অর্জুন কাপুর ৷ না এ ছবি, সে ছবি না ৷ তিনি তো শুধুমাত্র ফোটে ফ্রম করলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেই বলে সিক্যুয়াল ৷ আগের প্রজন্ম ও পরের প্রজন্ম নিয়ে ছবিই তৈরি করে ফেললেন অর্জুন কাপুর ৷ না এ ছবি, সে ছবি না ৷ তিনি তো শুধুমাত্র ফোটে ফ্রম করলেন ৷ যেই ছবির ওপরের দিকে থাকলেন বড়রা আর তাদের নিচে ছোটরা ৷
advertisement

আরও পড়ুন অজয়-রণবীরের জুটিতে ব্লক বাস্টারের আশায় পরিচালক লব

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কাপুর খানদানের বড়রা হলেন অর্জুনের বাবা বনি, তাঁর দুই কাকা অনিল ও সঞ্জয় ৷ অনিল ও সঞ্জয় হলেন বলিউড হিরো এবং বনি প্রযোজক ৷ একইভাবে পরিবারের ধারা বজায় রেখে অনিল পুত্র হর্ষবর্ধন ও বনি পুত্র অর্জুন বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ৷ সঞ্জয়ের সন্তান এখন ছোট ৷ তাই আপাতত রুপলি পর্দা থেকে সে দূরেই রয়েছে ৷ অর্জুনের পোস্ট করা এই ছবিতে দারুণ ভাবে ফুটে উঠেছে পরিবারের গল্প ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পারিবারিক ছবির সিক্যুয়াল তৈরি করলেন অর্জুন কাপুর