TRENDING:

শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়লেন পুত্র আরিয়ান

Last Updated:

একেই বলে বাপ কা বেটা ৷ মনে হচ্ছে যেন দ্বিতীয় শাহরুখ খানই চলে এসেছেন ৷ শাহরুখ পুত্র আরিয়ান এখন এক্কেবারে বাবার মতই তৈরি হয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেই বলে বাপ কা বেটা ৷ মনে হচ্ছে যেন দ্বিতীয় শাহরুখ খানই চলে এসেছেন ৷ শাহরুখ পুত্র আরিয়ান এখন এক্কেবারে বাবার মতই তৈরি হয়েছেন ৷ এখনও কোন ছবিতে কাজ করা শুরু করেননি ঠিকই , তবে ফিল্মই যে তার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন আরিয়ান ৷
advertisement

ফিল্ম নিয়ে পড়াশোনা শুরু করেছেন বেশ কিছু বছর আগেই ৷ প্রথমে কোন পরিচালকের সহকারী তারপর হিরো, এমনই হতে চলেছে আইরানের আগামীদিন ৷ শাহরুখ এবং গৌরি দুজনেই খুব সতর্ক নিজেদের সন্তানদের নিয়ে ৷ ছেলেমেয়েরা যাতে উপযুক্ত শিক্ষা পায় তার দিকে সর্বদা নজর বাবা মায়ের ৷ সেলেব কিড হিসেবে নয় নিজেদের যোগ্যতায় জীবনে এগিয়ে যাক আরিয়ান,সুহানা ও আব্রাম, তার ওপরই জোর দেন শাহরুখ-গৌরি ৷

advertisement

আরও পড়ুন বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয়

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

তাই বড় ছেলেও তৈরি করছেন নিজেকে ৷ ইন্ডাস্ট্রিতে বাবার সম্মান ধরে রাখতে সেও বদ্ধপরিকর ৷ বাবার পাশে দাঁড়িয়ে সেই চ্যালেঞ্জই যেন পকেটে পুড়লেন আরিয়ান ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়লেন পুত্র আরিয়ান