অন্যদিকে, নীনা গুপ্তারও সময়টা বেশ ভালোই যাচ্ছে। কয়েকদিন আগেই 'সর্দার কা গ্র্যান্ডসন' মুক্তি পেয়েছে তাঁর। এর পর মনোজ বাজপেয়ীর সঙ্গে ক্রাইম থ্রিলার 'ডায়াল ১০০'-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাবে জিফাইভে। তারই সঙ্গে এবার অনুপম খেরের সঙ্গে এই কমেডি ছবিতে নীনা। অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবির প্রথম ঝলক শেয়ার করে লিখেছেন, 'বহু বছর পর অনুপম খেরের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে'।
advertisement
অনুপম খেরও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির পোস্টারের প্রথম ঝলক। তিনি লিখেছেন, 'শিব শাস্ত্রী বিলবোয়ার প্রথম ঝলক শেয়ার করছি। আমেরিকার একটা ছোট শহরে এক ভারতীয়ের জীবনের গল্প। অসাধারণ সুন্দরী ও প্রতিভাধর নীনা গুপ্তার সঙ্গে কাজ করার সুযোগ দারুণ লাগছে।...' এখানেই হ্যাশট্যাগে ৫১৯ সংখ্যা উল্লেখ করেছেন অনুপম খের।
কাজের দিক থেকে অনুপম খেরকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ক্রাইম থ্রিলার 'ওয়ান ডে জাস্টিস ডেলিভার্ড'-এ। তাঁর সঙ্গে ছিলেন এষা গুপ্তা, কুমুদ মিশ্র ও অনুস্মৃতি সরকার। এর পর পাইপলাইনে রয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য লাস্ট শো' ছবিটিও।