TRENDING:

যখন নাইট ক্লাবে সুশান্তকে থাপ্পড় মেরেছিলেন অঙ্কিতা লোখান্ডে !

Last Updated:

পবিত্রা রিস্তার কো-স্টার অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার ছ’বছরের সম্পর্ক নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: রবিবার বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ এদিন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷ তবে পুলিশের অনুমান করা হচ্ছে যে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ সুশান্তের চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও তার মানসিক অবসাদের কারণ জানা যায়নি ৷ জানা গিয়েছে, ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার দুই নিয়েই চিন্তায় ভুগছিলেন সুশান্ত ৷
advertisement

ইন্ডাস্ট্রির একাধিক জন আশঙ্কা জানিয়েছেন যে ছিছোড়ের পর সুশান্তের হাত থেকে ৭টি ছবি চলে গিয়েছিল ৷ ২০১৯ সেপ্টেম্বর মাসে রিলিজ হয় ছিছোড়ে ৷ এরপর থেকে তার হাতে কেবল ‘দিল বেচারা’ একটি সিনেমাই পড়েছিল ৷ এই ছবিতে নতুন অভিনেত্রী সঞ্জনা সাংভির সঙ্গে কাজ করছিলেন ৷

অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও সমস্যা চলছিল ৷ পবিত্রা রিস্তার কো-স্টার অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার ছ’বছরের সম্পর্ক নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল ৷ অঙ্কিতার সঙ্গে সম্পর্ক খুব খারাপ ভাবে শেষ হয়েছিল বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, দু’জনের মধ্যে ঝামেলা বেড়ে গিয়েছিল ৷ এমনকি বেশ কিছু সময় মারপিট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল ৷

advertisement

২০১৫ সালে দু’জনের মধ্যে হওয়া এরকম একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছিল ৷ বলা হয় একটি নাইট ক্লাবে অঙ্কিতা সুশান্তকে সবার সামনে থাপ্পড় মেরেছিল ৷ নাইট ক্লাবে একটি পার্টিতে গিয়েছিল সুশান্ত ও অঙ্কিতা ৷ ড্রিঙ্ক করার পর ফ্যানেদের সঙ্গে নাচতে শুরু করেন সুশান্ত ৷ এই নিয়ে সেখানেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ অঙ্কিতা বলা সত্ত্বেও নাচ বন্ধ না করায় সুশান্তকে থাপ্পড় মারে অঙ্কিতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

এই বিষয়ে অবশ্য সুশান্ত বা অঙ্কিতা দু’জনের মধ্যে কেউ কোনও মন্তব্য করেনি ৷ তবে ২০১৩ সালে যশরাজ স্টুডিওতে এরকম ঘটনা রিপোর্ট করাতে সুশান্ত জানান,‘আমি রোজ এরকম প্রচুর কাজ করি যার জন্য আমার থাপ্পড় খাওয়া উচিৎ ৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত এরকম কিছু হয়নি ৷ ’ সেই সময় অঙ্কিতাও জানিয়েছিলেন যে তিনি কোনও দিন সুশান্তকে চড় মারেননি ৷ দু’বছর আগে হওয়া ঘটনা নিয়ে কিছু না বললেও পরে দু’জনের ব্রকআপ হয়ে যায় ৷ এর জন্য ভেঙে পড়েছিলেন সুশান্ত ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
যখন নাইট ক্লাবে সুশান্তকে থাপ্পড় মেরেছিলেন অঙ্কিতা লোখান্ডে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল