TRENDING:

শ্রী-এর মৃত্যু দিনে খোলা চিঠি লিখলেন অনিল কাপুর ! আবেগে ভাসলেন মিস্টার ইন্ডিয়া

Last Updated:

অনিল কাপুর তাঁর প্রিয় শ্রীকে লিখলেন খোলা চিঠি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রীদেবী কাপুর পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন আজকের দিনে। আজ তাঁর মৃত্যুর ২ বছর হল। সকাল থেকেই সকলে আজ শ্রীদেবীকে নিয়ে নানা স্মৃতি কথা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। জাহ্নবী কাপুর, বনি কাপুর সকলেই আজ শোকাহত। সোশ্যাল মিডিয়ায় শ্রীকে নিয়ে পোস্টও করেছেন। এবার শ্রীকে মনের কথা লিখ।এন অনিল কাপুর।
advertisement

অনিল কাপুর শ্রীদেবীর সম্পর্কে দেওর। কিন্তু শ্রীদেবী ও অনিল কাপুরের জুটি ছিল সব থেকে সুপারহিট। আজও গোটা দর্শক মহল ভুলতে পারেনি 'মিস্টার ইন্ডিয়া' ছবির সেই গান 'কাটে নেহি কাটতি ইয়ে রাত'। এই গানে অনিল কাপুর ও শ্রীদেবী সর্বকালের সেরা রোমান্টিক জুটি হয়ে থেকে যাবেন। আজ ইনস্টাগ্রামে অনিল কাপুর তাঁর প্রিয় শ্রীকে লিখলেন খোলা চিঠি। তিনি লিখেছেন, " শ্রী, দু বছর কেটে গেল। আমরা তোমাকে প্রতিদিন মিস করছি। সব পুরনো স্মৃতি গুলো মনে পড়ছে বার বার। তুমি যদি আরও অনেকদিন আমাদের সঙ্গে থাকতে তাহলে খুব ভাল হত। তবুও তুমি যে কদিন ছিলে তাই বা কম কি ! শ্রী তুমি সব সময় বেঁচে থাকবে আমার চিন্তায়, আমার প্রার্থণায়।" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রী-এর মৃত্যু দিনে খোলা চিঠি লিখলেন অনিল কাপুর ! আবেগে ভাসলেন মিস্টার ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল