প্রায় দু'দশক পর 'সড়ক-২'-এর মাধ্যমে ফের পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক! প্রথমবারের জন্য একসঙ্গে অভিনয় করছেন দিদি ও বোন পূজা ও আলিয়া ভাট। থাকছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তও। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও সমিধ মুখোপাধ্যায়। জিতের কম্পোজিশনেই গান গাইবেন আলিয়া। ইউনিটের এক সদস্যের থেকে জানা যায়, অগাস্ট মাসে 'উটি'-তে শ্যুটিং শেষে করে মুম্বই ফিরবে টিম সড়ক। তারপরই গানের ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে।
advertisement
১৯৯১ সালে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল পূজা ভাট ও সঞ্জয় দত্তের 'সড়ক'। এই ছবিরই রিমেক 'সড়ক ২'। ২০ সেপ্টেম্বর বাবা মহেশ ভাটের জন্মদিনেই এই ছবির কথা প্রকাশ্যে আনেন পূজা। জানান রিমেকেও দেখা যাবে পূজা ভাট ও সঞ্জয় দত্তকে। পাশাপাশি থাকবেন আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2019 10:01 PM IST