TRENDING:

Alia Bhatt-Ranbir Kapoor: প্রেমিকার কোলে মাথা রেখে জন্মদিনে নতুন শপথ রণবীরের, আলিয়া বললেন, 'তুমি আমার জীবন'!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আলিয়ার কোলে রণবীরের মাথা রেখে শুয়ে থাকার ছবি (Alia Bhatt-Ranbir Kapoor)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: মঙ্গলবার ৩৯ বছরের জন্মদিন পালন করলেন বলিউডে কাপুর খানদানের রাজপুত্র অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। জীবনের এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে পালন করার জন্য জন্মদিনের আগেই যোধপুরে উড়ে গিয়েছিলেন রণবীর (Ranbir Kapoor Birthday)। সঙ্গে ছিলেন অবশ্যই প্রেমিকা আলিয়া ভাট (Alia Bhatt)। কাজের ব্যস্ততা এবং জীবনের সঙ্গে জড়ানো বাকি সব মানুষকে দূরে সরিয়ে রেখে একেবারে নিভৃতে, একাকী সময় কাটালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Alia Bhatt-Ranbir Kapoor)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আলিয়ার কোলে রণবীরের মাথা রেখে শুয়ে থাকার ছবি (Alia Bhatt-Ranbir Kapoor)।
প্রেমিকার কোলে মাথা রেখে জন্মদিনে নতুন শপথ রণবীরের, আলিয়া বললেন, 'তুমি আমার জীবন'!
প্রেমিকার কোলে মাথা রেখে জন্মদিনে নতুন শপথ রণবীরের, আলিয়া বললেন, 'তুমি আমার জীবন'!
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মঙ্গলবার যোধপুরের পাহাড়ে সুজন জাওয়াই রিসর্টের বাইরে বসে সূর্যাস্ত ও লেকের সৌন্দর্য দেখছেন বলিউডের এই হট জুটি (Alia Bhatt-Ranbir Kapoor)। পিকনিক ম্যাটে বসে দু'জনে যেন নতুন কিছুর বার্তাই দিলেন ভক্তদের। কুশন, কম্বল সব কিছুরই আয়োজন ছিল সেখানে। প্রিয় মানুষের সঙ্গে একেবারে রোম্যান্টিক ডেটের মধ্যে দিয়েই এবারের জন্মদিন পালন করলেন রণবীর কাপুর। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর ও আলিয়ার প্রেমের এই ছবি।

advertisement

আরও পড়ুন: শুধু সোনম-দীপিকা-ক্যাটরিনাই না, বলিউডে আরও অনেক নায়িকার সঙ্গে 'প্রেম' করেছেন রণবীর কাপুর!

অন্যদিকে, আলিয়া নিজেও সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে ছবি শেয়ার করেছেন। পাহাড়ের কোলে বসে সূর্যাস্তকে সাক্ষী রেখে যেন নতুন ভোর দেখার শপথ নিচ্ছেন দুই প্রেমিক-প্রেমিকা। রণবীরের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন আলিয়া। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আলিয়া লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন'। আলিয়ার এই ক্যাপশনেই যেন অনেক না বলা কথা বলে ফেললেন দুই তারকা। দীর্ঘদিন ধরেই আলিয়া ও রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায় বলিউডে। সেই জল্পনাই যেন প্রমাণ করে দিলেন আলিয়া ও রণবীর।

advertisement

যোধপুরে পৌঁছনোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকে ভক্তমহলে শোনা গিয়েছিল তাঁদের বিয়ের ভেন্যু পছন্দ করার কথাও। যদিও অন্য একাংশের মতে, শুধু জন্মদিনই না, বিয়ের ভেন্যুও একবারে বাছাই করে নিচ্ছেন দুই তারকা। গত বছর রণবীর নিজের জন্মদিন পালন করেছিলেন মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি ও গার্লফ্রেন্ড আলিয়ার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। আলিয়াও শেয়ার করেছিলেন প্রেমিকের জন্মদিনের ছবি। সেখানে দেখা গিয়েছিল রণবীর দুটি কেক কাটছেন। ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, 'হ্যাপি বার্থডে ৮'। যদিও ৮ সংখ্যার রহস্য বোঝা যায়নি। কাজের দিক থেকে আলিয়া ও রণবীরকে অয়ন মুখোপাধ্যায়ের পরের ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে একসঙ্গে দেখা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আরও পড়ুন: ঠিক হয়ে গেল বিয়ের জায়গা? রণবীর-আলিয়াকে এবার যেখানে পাওয়া গেল, শুরু কাউন্টডাউন!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt-Ranbir Kapoor: প্রেমিকার কোলে মাথা রেখে জন্মদিনে নতুন শপথ রণবীরের, আলিয়া বললেন, 'তুমি আমার জীবন'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল