TRENDING:

ফিল্মফেয়ারের মঞ্চ থেকে কাকে 'আই লাভ ইউ' বললেন আলিয়া, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  আলিয়া রণবীরের প্রেম তো আর লোকানো নেই। চুটিয়ে প্রেমও করছেন দু’জনে ৷ সেই নিয়ে তো চর্চায় ছিলেনই এই জনপ্রিয় তারকারা ৷ এবার একসঙ্গে জুটিতে জিতে নিলেন ফিল্মফেয়ারের দুই গুরুত্বপূর্ণ বিভাগই ৷ সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ সঞ্জু ছবির জন্য রণবীর পেলেন এই পুরস্কার ৷ রাজি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে ফিল্মফেয়ারের মঞ্চে উঠে আলিয়া চিৎকার করে যা বললেন, তা সত্যিই অবাক করে।
advertisement

আলিয়া মঞ্চে উঠেছেন পুরস্কার নিতে। আর তখন নিচের দর্শকের আসনে বসে রয়েছেন র‍ণবীর কাপুর। তারপর পুরস্কার পাওয়ার পর আলিয়া চিৎকার করে বললেন, ' আমি এই পুরস্কার পেয়ে খুব খুশি।' তারপরই বলে ওঠেন, ' আই লাভ ইউ রণবীর'। এই কাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে রণবীর মুখে হাত চেপে হেসে ফেলেন। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। র‍ণবীর আবার সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্মফেয়ারের মঞ্চ থেকে কাকে 'আই লাভ ইউ' বললেন আলিয়া, দেখুন ভিডিও