TRENDING:

Bell Bottom Release: কোনও খান নন, বলিউডের দুর্দিনে ভরসা খিলাড়ি অক্ষয় কুমার! কারণ...

Last Updated:

খিলাড়ির (Khiladi Akshay Kumar's movie Bell Bottom) উপর বাজি ধরছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood), বেল বটম ছবি মুক্তি পেল সিনেমা হলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কোনও খান নন, আপাতত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পরিত্রাতা হিসেবে উঠে আসছে অক্ষয় কুমারের(Akshay Kumar) নাম৷ খিলাড়ির উপর বাজি ধরছে গোটা বলিউড৷ অক্ষয়ের ছবি ‘Bell Bottom’-কেই এখন পাখির চোখ করছেন সকলে৷ কারণ দীর্ঘদিন বাদে Bell Bottom মুক্তি পাচ্ছে হলে৷ যদিও মহারাষ্ট্রে হল খোলার অনুমতি এখনও মেলেনি৷ তাই মুম্বইবাসীর জন্য এই ছবি অদেখাই থাকবে৷ যার জেরে ছবির ব্যবসায়ও ঘাটতি থাকবে প্রায় ৩০ শতাংশ৷ কারণ মুম্বই থেকেই এই পরিমাণ ব্যবসা করে যে কোনও হিন্দি ছবি৷ তাই অক্ষয়ের বেল বটম ছবিও যে আগের মতো বক্স অফিস সাফল্য পাবে না সেটা জানেন সকলে৷ অন্তত করোনার আগের সময়ের থেকে ৩৫ শতাংশ ঘাটতি ধরেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা৷
advertisement

ইতিমধ্যেই ১০হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood)৷ করোনা প্রথম ঢেউ থেকেই ধাক্কা খাচ্ছে এই শিল্প৷ ১ বছরের থেকে বেশি সিনেমা হল রয়েছে বন্ধ৷ মাঝে কিছু সময় খুললেও তাতে লাভের লাভ কিছুই হয়নি৷ পুনরায় সিনেমা হল খুললেও তাতে ৫০ শতাংশ ছাড় মিলেছে৷ যার জেরে ব্যবসায় কোনও ভাবেই লক্ষ্মি লাভ হচ্ছে না৷

advertisement

তবে এত কিছুর ঝুঁকি নিয়েও নিজের ছবি বেল বটমের মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়৷ কারণ তিনি বিশ্বাস করেন যে এগিয়ে না এসে উপায় নেই৷ একে একে হলে ছবি মুক্তি না হলে কোনও ভাবেই এই জট ছাড়বে না৷ ফলে সাহস নিয়েই হলে ছবি মুক্তির পথে হাঁটলেন খিলাড়ি৷ তিনি মনে করেছিলেন যে বেল বটম ছবি মুক্তির আগে মুম্বইয়ে হল খোলার অনুমতি মিলবে৷ তবে তা হয়নি৷ সে কারণে গুজরাতের সুরাতে ছবির বিশেষ প্রদর্শন করেন তিনি৷ বিশেষ এই শোয়ের জন্য সাংবাদিকদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় চার্টারে৷

advertisement

আরও পড়ুন Exclusive: 'শ্যুটিং-এর আগেই কি হুমকি দিয়েছিল তালিবান?' Escape from Taliban-র বাঙালি পরিচালকের উত্তর...

গত বছর অক্ষয়ের ছবি লক্ষ্মি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে৷ একেবারে সাড়া জাগায়নি সেই ছবি৷ একই অবস্থা হয় সলমনের রাধের ক্ষেত্রেও৷ অন্যদিকে গত বছর মার্চ মাস থেকে আটকে রয়েছে অক্ষয়ের ছবি সূর্যবংশির মুক্তি৷ যেহেতু ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অন্যান্য বড় স্টার (অজয় দেবগণ, রণবীর সিং, ক্যাটরিনা কইফ)৷ তাই আপাতত ছবি মুক্তি নিয়ে কোনও উচ্চবাচ্চ্য করছেন না পরিচালক রোহিত শেট্টি৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি চাইছেন না ছবি রিলিজ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এই সময় অক্ষয় কুমারের ছবি বেল বটমের ব্যবসার দিকে তাকিয়ে গোটা বলিউড৷ কারণ বেল বটম কেমন চলে, কতটা ব্যবসা দেয়, তার উপর নির্ভর করছে বলিউডের ভবিষ্যৎ৷ বেল বটমের ব্যবসার দিকে নজর রেখেই আগামীতে হলে ছবি মুক্তির কথা চিন্তা ভাবনা করবেন বলি প্রযোজক-পরিচালকরা৷ তাই তো খিলাড়ির খেল দেখতে মুখিয়ে সকলে৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bell Bottom Release: কোনও খান নন, বলিউডের দুর্দিনে ভরসা খিলাড়ি অক্ষয় কুমার! কারণ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল