TRENDING:

Sooryavanshi "অপেক্ষা শেষ, এবার সময় এসেছে এই সুখবরের!" বছর খানের পর খুশির খবর দিলেন অক্ষয় কুমার...

Last Updated:

সূর্যবংশী ছবিতে অক্ষয় রয়েছেন মুখ্য ভূমিকায়৷ তিনি পুলিশ অফিসারের চরিত্রে৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ৷ দীর্ঘ ৯ বছর পর আবার এই জুটি একসঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুখবর দিলেন অক্ষয়৷ তিনি জানলেন যে, যার জন্য অপেক্ষা করছেন তা শেষ পর্যন্ত সামনে এসে গিয়েছে৷ নিজেই সেই সুখবর দিলেন অক্কি৷ আর তার জন্য তিনি বেছে নিলেন পরিচালক রোহিত শেট্টির জন্মদিনটা৷ কারণ রোহিত ও তাঁর মধ্যে একটি দারুণ যোগসূত্র রয়েছে৷ আর তা হল অ্যাকশন! দু’জনেই অনস্ক্রিন অ্যাকশন পছন্দ করেন৷ অক্ষয় তো বহু আগে থেকেই খিলাড়ি বলে পরিচিত৷ অন্যদিকে রোহিতের ছবিও ভরপুর থাকে অ্যাকশন-এ৷ এবার এই দু’জনে মিলে ঝড় তুলবেন বড় পর্দায়৷ মুক্তি পাচ্ছে তাঁদের ছবি সূর্যবংশী (Sooryavanshi)৷ ৩০ এপ্রিয় সিনেমা হলে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত, অক্ষয় কুমার অভিনীত ছবি৷
advertisement

ছবির মুক্তির কথা ঘোষণা করতে গিয়ে অক্ষয় একটি ভিডিও পোস্ট করেছেন৷ গত বছর ২ মার্চ সূর্যবংশীর ট্রেলার লঞ্চে বসেছিল চাঁদের হাট৷ অক্ষয়, অজয়, রণবীর সিং উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে৷ ছবি মুক্তির কথাও ছিল ২০২০-এ৷ কিন্তু সেই সময় কেউ জানত না যে করোনার ফলে সবকিছু বন্ধ হয়ে যাবে৷ যার প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপরও৷ তাই ছবি মুক্তিও সম্ভব হয়নি৷ এবার ধীরেধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর হলে মুক্তি পাচ্ছে ছবি৷ এবার নিজেদের ছবি মুক্তির সুখবর শোনালেন অক্ষয়৷ লিখলেন...আ রাহা হে পুলিশ, ৩০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি!

advertisement

এর পাশাপাশি রোহিতের জন্মদিনে, তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও করেন অক্ষয়৷

সূর্যবংশী ছবিতে অক্ষয় রয়েছেন মুখ্য ভূমিকায়৷ তিনি পুলিশ অফিসারের চরিত্রে৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ৷ দীর্ঘ ৯ বছর পর আবার এই জুটি একসঙ্গে৷ এর আগে তাঁদের রসায়ন দেখা গিয়েছিল নমস্তে লন্ডন, সিং ইন কিং, হামকো দিওয়ানা কর গয়ে, ওয়েলকাম, তিস মার খাঁ-য়ে৷ অজয় দেবগণ ও রণবীর সিংও থাকছেন বিশেষ কিছু দৃশ্যে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sooryavanshi "অপেক্ষা শেষ, এবার সময় এসেছে এই সুখবরের!" বছর খানের পর খুশির খবর দিলেন অক্ষয় কুমার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল