TRENDING:

#AkashShlokaWedding: ছেলের বিয়েতে শাহরুখ-গৌরির সঙ্গে নেচে উঠলেন নীতা আম্বানি, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:গত বছর একের পর এক এলাহি বিয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ ৷ গত বছর আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে সেরেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ৷ এবার ছেলের বিয়ের পালা ৷ ছোটবেলার বান্ধবী শ্লোকা মেহতার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন আকাশ আম্বানি ৷
advertisement

বিবাহ আসরে এসে হাজির হল আম্বানি পরিবার ৷ বিবাহ আসরে উপস্থিত হলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, অনন্ত আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ পিরামল ৷ দেশ-বিদেশের হাই প্রোফাইল অতিথিরাও হাজির হতে শুরু করেছেন ৷ মুম্বইয়ে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ের আসরে এসে হাজির হলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ার ৷ একে একে হাজির হতে শুরু করেছেন বলিউডের তাবড় সেলেবরা ৷

advertisement

হাজির হয়েছেন আমির খান, শাহরুখ খান, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তাবড় সেলেবরা ৷ আকাশ আম্বানির বিয়েতে পা মেলালেন সকলে ৷ পিছিয়ে নেই পাত্রও ৷ জমিয়ে নাচ করলেন তিনি ৷ সঙ্গে নাচ করলেন নীতা আম্বানিও ৷

দেখুন সেই ভিডিও

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
#AkashShlokaWedding: ছেলের বিয়েতে শাহরুখ-গৌরির সঙ্গে নেচে উঠলেন নীতা আম্বানি, দেখুন ভিডিও