বিবাহ আসরে এসে হাজির হল আম্বানি পরিবার ৷ বিবাহ আসরে উপস্থিত হলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, অনন্ত আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ পিরামল ৷ দেশ-বিদেশের হাই প্রোফাইল অতিথিরাও হাজির হতে শুরু করেছেন ৷ মুম্বইয়ে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ের আসরে এসে হাজির হলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ার ৷ একে একে হাজির হতে শুরু করেছেন বলিউডের তাবড় সেলেবরা ৷
advertisement
হাজির হয়েছেন আমির খান, শাহরুখ খান, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তাবড় সেলেবরা ৷ আকাশ আম্বানির বিয়েতে পা মেলালেন সকলে ৷ পিছিয়ে নেই পাত্রও ৷ জমিয়ে নাচ করলেন তিনি ৷ সঙ্গে নাচ করলেন নীতা আম্বানিও ৷
দেখুন সেই ভিডিও
advertisement
Location :
First Published :
March 09, 2019 7:22 PM IST