কাজল চোক পাকাতেই, কিছুটা নিজেকে শুধরে নেন অজয় ৷ বলেন এটা অন্যরা বলেন আর তাদের কথা তিনি জানাচ্ছিলেন ৷ নিজের কথা নয় ৷ শুনে কিছুটা কাজল আশ্বস্ত হলেন ঠিকই ৷ তবে অজয়ের উত্তরে যে তিনি খুবই বিরক্ত, সেটা হাবেভাবে বুঝিয়ে দেন ৷ ঘটনাটি ঘটে একটি জনপ্রিয় অনুষ্ঠানে যার সঞ্চালক করণ জোহর ৷
advertisement
আরও পড়ুন ক্যান্সারের চিকিৎসা চলছে, গোপনে ভারতে এসে পুজো দিলেন ইরফান খান
করণ এতে দারুন মজা পান ৷ তিনি আরও খবর নিতে থাকেন অজয়ের থেকে ৷ অজয় আরও বলেন যে বেশিভাগ ফ্যামিলি ফটোতে তিনি থাকেন না তার কারণ ছবি তুলতে যত না সময় লাগে, এডিট করতে তার কয়েকগুণ বেশি সময় লাগে ৷ কাজলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে কোন দিনই ছবি নিয়ে এতটা খুঁতখুঁতে ছিলেন না কাজল ৷ যত বয়স হচ্ছে তত এসবে আগ্রহ বাড়ছে ! বুঝুন কান্ড ৷ কাজলের নাকি বয়স হচ্ছে ৷ নায়িকাদের বয়স বাড়ে ?! আবার কাজলকে নাজেহাল করলেন অজয় ৷ যদিও কাজল তড়িঘড়ি বলে দিলেন যে তাঁর নয়, বয়স বাড়ছে অজয়ের ৷