রবিবার রাতে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গানের অনুষ্ঠান করছিলেন বিখ্যাত বলিউড গায়ক শান ৷ বেশ কয়েকটি গান গাওয়ার পর একটি বাংলা গান ধরেন তিনি। তার পরেই তাঁকে লক্ষ্য করে দর্শকাসন থেকে কাগজের বল এবং ছোট ছোট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে শোনা যাচ্ছে কেউ একজন শানকে উদ্দেশ্য করে বলছেন, “এটা বাংলা নয়, অসম।”
advertisement
সঙ্গে সঙ্গে নিজের গান থামিয়ে দেন ক্ষুব্ধ শান। মাইকে তাঁকে বলতে শোনা যায়, “একজন শিল্পীর সঙ্গে কখনও এ রকম করবেন না। ব্যাপারটার রাজনৈতিক রঙ দয়া করে দেবেন না। একজন শিল্পীকে সম্মান করতে শিখুন।” যে শানকে পাথর ছুড়েছিল, তাঁকে মঞ্চে নিয়ে আসার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শান।
এর পরেই শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বাংলা গান গাওয়ার জন্যই শানকে আক্রান্ত হতে হল, এমন অভিযোগে সরব হন অনেকে। তবে এই ঘটনার জন্য অসমের অনেক মানুষই শানকে টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। শানও জানিয়েছেন, একটা ঘটনার জন্য গোটা অসমকে অন্য চোখে দেখা উচিত নয়।