TRENDING:

অসমে বাংলা গান গাওয়ার ‘অপরাধে’ শানকে লক্ষ্য করে পাথর ! ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে শোরগোল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: নাগরিকপঞ্জিকে কেন্দ্র করে এমনিতে অসমে বাঙালিরা বেশ চাপে রয়েছেন। এমনটাই গুঞ্জন চারিদিকে ৷ কিন্তু সেখানকার রাজনৈতিকে কর্তা-ব্যক্তিরা জানিয়েছেন যে এমন কোনও সমস্যাই নেই ৷ তবে সমস্যাটা যে একটা আছে তার প্রমাণ মিলল গত রবিবারের একটা মারাত্মক কাণ্ড থেকে ৷
advertisement

রবিবার রাতে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গানের অনুষ্ঠান করছিলেন বিখ্যাত বলিউড গায়ক শান ৷ বেশ কয়েকটি গান গাওয়ার পর একটি বাংলা গান ধরেন তিনি। তার পরেই তাঁকে লক্ষ্য করে দর্শকাসন থেকে কাগজের বল এবং ছোট ছোট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে শোনা যাচ্ছে কেউ একজন শানকে উদ্দেশ্য করে বলছেন, “এটা বাংলা নয়, অসম।”

advertisement

সঙ্গে সঙ্গে নিজের গান থামিয়ে দেন ক্ষুব্ধ শান। মাইকে তাঁকে বলতে শোনা যায়, “একজন শিল্পীর সঙ্গে কখনও এ রকম করবেন না। ব্যাপারটার রাজনৈতিক রঙ দয়া করে দেবেন না। একজন শিল্পীকে সম্মান করতে শিখুন।” যে শানকে পাথর ছুড়েছিল, তাঁকে মঞ্চে নিয়ে আসার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শান।

advertisement

এর পরেই শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বাংলা গান গাওয়ার জন্যই শানকে আক্রান্ত হতে হল, এমন অভিযোগে সরব হন অনেকে। তবে এই ঘটনার জন্য অসমের অনেক মানুষই শানকে টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। শানও জানিয়েছেন, একটা ঘটনার জন্য গোটা অসমকে অন্য চোখে দেখা উচিত নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
অসমে বাংলা গান গাওয়ার ‘অপরাধে’ শানকে লক্ষ্য করে পাথর ! ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে শোরগোল