TRENDING:

Afghanistan | Mahika Sharma: তালিবানদের ভালোবাসা দিয়ে মানবিক করতে চান মাহিকা! মোদির কাছে অনুমতি চাইলেন অভিনেত্রী

Last Updated:

Afghanistan | Mahika Sharma: মহিলাদের (Afghan women) অবস্থা নিয়ে চিন্তিত মাহিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন আফগানিস্তান (Afghanistan)। ২ দশক পরে এই দেশের দখল নিয়েছে তালিবানরা (Taliban)। আর তার পর থেকেই প্রাণে বাঁচতে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করে চলেছেন সেখানকার মানুষ। বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য বিষয়টি ত্রাসে পরিণত হয়েছে। বিষয়টিতে দুঃখপ্রকাশ করছেন বহু মানুষ। সম্প্রতি অভিনেত্রী মাহিকা শর্মা (Mahika Sharma) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
advertisement

মহিলাদের (Afghan women) অবস্থা নিয়ে চিন্তিত মাহিকা। আর তাই মহিলাদের সম্মান করা শেখাতে তালিবানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লিখছেন, "তালিবানরা তাঁদের মা ও বোনের থেকে কখনও ভালোবাসা পায় না। আর সেই জন্যই ওরা অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালিবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।"

advertisement

মাহিকা আরও বলছেন, "আমি শিখেছি ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কী ভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান মহিলাদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত আর তালিবানদের হাত থেকে বাাঁচানো উচিত।"

আরও একটি টুইটে মাহিকা লিখছেন, "আফগান মহিলাদের বাঁচাতে আমি আসছি। তালিবানদের আমি ভাই বানাবো আর রাখি পরাবো। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (Narendra Modi) আমার আইডিয়াটা কেমন?"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কিছুক্ষণের ভিতরেই ট্রোলড হওয়া শুরু করেন মাহিকা। অনেকেই তাঁকে সাবধান করেন। একজন লেখেন, "ওরা তোমায় মেরে ফেলবে।" আর একজন আবার লেখেন, "তালিবানরা তোমার মতোই সুন্দরী মেয়েদের খুঁজছে।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
Afghanistan | Mahika Sharma: তালিবানদের ভালোবাসা দিয়ে মানবিক করতে চান মাহিকা! মোদির কাছে অনুমতি চাইলেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল