বিয়ে থেকে হানিমুনের প্ল্যান আগেই শেয়ার করেছেন আদিত্য ৷ বেশসকিছুটা সময় ধরেই আদিত্য ও শ্বেতা একে অপরকে ডেট করছেন ৷ একটি সাক্ষাৎকারে হবু বর অর্থাৎ আদিত্য জানিয়েছেন তাঁর বিয়েতে বাবার সুপারহিট গানে নাচবেন তিনি গানটি জো জিতা ওহি সিকান্দর ছবির পহেলা নশা ৷ গানে প্রথম দর্শনের প্রসঙ্গ আছে আদিত্যর জীবনের গল্পের সঙ্গে মেলে তাই তিনি এই গানটি বেছেছেন ৷ জানা গিয়েছে বিয়ের পরে আদিত্য নতুন আবাসনে গিয়ে থাকবেন ও নতুন করে জীবন শুরু করবেন ৷ আদিত্য জানিয়েছিলেন মলদ্বীপেই তিনি শ্বেতাকে বিয়ের প্রস্তাব দেবেন কিন্তু লকডাউনের কারণে এমনটা হয়নি ৷
তারপরে লোনাভালায় বিয়ের প্রস্তাব শ্বেতাকে আদিত্য দিয়েছিলেন আর সেখানেই তাঁরা কাশ্মীরে গুলমার্গেই মধুচন্দ্রিমার প্ল্যান করে পলেন ৷ একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করেই দেওয়ার ইচ্ছা ছিল, করোনা সংক্রণের ফলে এখন তা সম্ভব নয় জানিয়েচেন আদিত্যর বাবা উদিত নারায়ণ তিনি জানিয়েচেন হাতেগোণা ঘনিষ্ঠ মানুষদের সাক্ষী রেখে মুম্বইয়ের এক মন্দিরে বিয়ের হবে আদিত্য-শ্বেতার ৷