‘দঙ্গল’-এ গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। এবং ববিতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল সুহানি ভাটনাগরকে। আমির খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন দুই কিশোরী। তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শককুল থেকে সমালোচক মহল। পর্দার বোনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ জায়রা।
advertisement
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জায়রা জানালেন, ‘‘আমি এইমাত্র সুহানির মৃত্যুর খবর পড়েছি । কিছুই বুঝতে পারছি না। আমি চাই তার মৃত্যুর খবর গুজব প্রমাণিত হোক। মিথ্যা বলে প্রমাণিত হোক।’’
তিনি আরও বলেন ‘‘যেই মুহূর্তে আমি এই খবরটা শুনেছি তখন থেকেই আমার মনে বারবার ফিরে ফিরে আসছে সেই দিনগুলোর কথা। সেই সুন্দর সময়গুলোর কথা যেগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি। ভাবতে পারছি না যে ওর বাবা মা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি প্রার্থনা করব যাতে তাঁরা শক্তি খুঁজে পান।’’
প্রসঙ্গত সুহানির মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক কথা জানালেন অভিনেত্রীর বাবা৷ সুহানির পরিবার জানান, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তিনি মারা যান৷ দু-মাস আগে হাতে জ্বালাভাব অনুভব করেছিল, তবে সেভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি৷ তারপর পুরো শরীরে ব্যথা ও র্যাশ ছড়িয়ে পড়তেই চিকিৎসকের কাছে যান সুহানি৷
শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷
শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷