TRENDING:

Suhani Bhatnagar: ‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা

Last Updated:

পর্দার বোনের মৃত‍্যুর খবরে শোকস্তব্ধ জায়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শনিবারই অকাল প্রয়ান হয়েছে সুহানি ভাটনাগরের। ‘দঙ্গল’-এর ছোট্ট ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। মাত্র ১৯ বছর বয়সে থেমে গেল তাঁর পথচলা। সুহানির মৃত্যুর পর সুহানির বাবা-মা সংবাদমাধ‍্যমে একটি বিবৃতিতে প্রকাশ করে জানান যে, তিনি ডার্মাটোমায়োসাইটিস নামক একটি বিরল অটোইমিউন রোগে ভুগছিলেন। এই রোগেই তার মৃত্যু হয়। তার মৃত‍্যুতে অত‍্যন্ত মর্মাহত ‘পর্দার দিদি’ জায়রা ওয়াসিম।
‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
advertisement

‘দঙ্গল’-এ গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। এবং ববিতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল সুহানি ভাটনাগরকে। আমির খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন দুই কিশোরী। তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শককুল থেকে সমালোচক মহল। পর্দার বোনের মৃত‍্যুর খবরে শোকস্তব্ধ জায়রা।

আরও পড়ুুন: ‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’! ১৯-এই থেমে গেল আমিরের অনস্ক্রিন কন‍্যার পথচলা! শোকার্ত তারকার প্রযোজনা সংস্থার

advertisement

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে জায়রা জানালেন, ‘‘আমি এইমাত্র সুহানির মৃত্যুর খবর পড়েছি । কিছুই বুঝতে পারছি না। আমি চাই তার মৃত্যুর খবর গুজব প্রমাণিত হোক। মিথ্যা বলে প্রমাণিত হোক।’’

তিনি আরও বলেন ‘‘যেই মুহূর্তে আমি এই খবরটা শুনেছি তখন থেকেই আমার মনে বারবার ফিরে ফিরে আসছে সেই দিনগুলোর কথা। সেই সুন্দর সময়গুলোর কথা যেগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি। ভাবতে পারছি না যে ওর বাবা মা কী অবস্থার মধ‍্য দিয়ে যাচ্ছেন। আমি প্রার্থনা করব যাতে তাঁরা শক্তি খুঁজে পান।’’

advertisement

প্রসঙ্গত সুহানির মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক কথা জানালেন অভিনেত্রীর বাবা৷ সুহানির পরিবার জানান, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তিনি মারা যান৷ দু-মাস আগে হাতে জ্বালাভাব অনুভব করেছিল, তবে সেভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি৷ তারপর পুরো শরীরে ব্যথা ও র‍্যাশ ছড়িয়ে পড়তেই চিকিৎসকের কাছে যান সুহানি৷

advertisement

শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhani Bhatnagar: ‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল