TRENDING:

Rani Mukerji Reveals Big Secret: স্বামী আদিত্যকে নিয়ে রীতিমতো নাজেহাল দশা! অবশেষে দাম্পত্য জীবনের রহস্য ফাঁস করলেন রানি

Last Updated:

Rani Mukerji Reveals Big Secret: সম্প্রতি দাম্পত্য জীবনের এক গুরুত্বপূর্ণ রহস্য সংবাদমাধ্যমের সামনে ফাঁস করলেন রানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আদতেই বলিউডের ‘রানি’ তিনি। রুপোলি দুনিয়ায় পদার্পণ করার পর থেকে একের পর এক ভিন্ন ধারার বলশালী চরিত্রে অভিনয় করে নিজের জমি পাকা করে নিয়েছেন। স্টার-কিড হওয়া সত্ত্বেও ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিতে পেরেছেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের!
advertisement

তাঁর অভিনয় জীবন সংক্রান্ত বিষয়ে চর্চা তো হয়ই। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। অভিনেত্রীর প্রেম-সম্পর্কের গুঞ্জনে কখনও কখনও মুখর হয়েছে সংবাদমাধ্যম। তবে রানি বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে কুলুপ এঁটেই থাকেন। আসলে নিজের ব্যক্তিগত জীবন কিংবা প্রেম-সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে তেমন একটা পছন্দ করেন না অভিনেত্রী। তবে সম্প্রতি দাম্পত্য জীবনের এক গুরুত্বপূর্ণ রহস্য সংবাদমাধ্যমের সামনে ফাঁস করলেন তিনি।

advertisement

কী সেই রহস্য? বিষয়টা অবশ্যই তাঁর পরিচালক স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে। আসলে স্বামীর একটা অভ্যাস রানির একেবারেই না-পসন্দ! বিয়ের এত বছর পরে দাম্পত্য জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নিতে দেখা গেল অভিনেত্রীকে। স্বামীকে ‘বেচারা’ বলে সম্বোধন করে তিনি বলেন, স্বামী আদিত্যকে নিয়ে তিনি মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়েন! কারণ তাঁদের বিবাহিত জীবনে এক দিন প্রেম হয়, তো তার পরের দিনই শুরু হয়ে যায় ঝগড়া।

advertisement

আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল

সংবাদমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমার শাশুড়ি মা পামেলা চোপড়া একবার আদিত্যর বিষয়ে একটা কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, আদিত্য যখন ছোট ছিল, তখন নিজে নিজেই গুনগুন করে গান গাইত ও। তবে রানির সঙ্গে বিয়ে হওয়ার পরে আদিত্য ঠিক ছোটবেলার মতো করে গান গাইতেন।”

advertisement

এর পরেই সাংবাদিকরা অভিনেত্রীর কাছে প্রশ্ন করেন, “তার মানে আপনি আদিত্য চোপড়ার জীবনে আসার ফলে তিনি খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন?” উত্তরে রানি বলেন, “আমার মনে হয়, সম্পর্কে একে অপরের সঙ্গে খুনসুটি করা জরুরি। এর মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পর্কের মাধুর্য। আর আমিও আদিকে প্রতিদিন নানা ভাবে চমকে দিই।”

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রানি আরও বলে চলেন, “রোজ সকালে আমাদের যখন দেখা হয়, তখন ওর নতুন নতুন স্টাইল দেখার সৌভাগ্য হয়। বেচারা ভীষণই সাধারণ! কিন্তু এই সাধারণ হওয়াটা কতটা বোরিং, তা আর কী বলব! মনে হয় যেন, রোজ রোজ নতুন চ্যানেল দেখছি। এক দিন কমেডি, তো এক দিন ড্রামা, আর এক দিন ঝগড়াঝাটি! আবার এক-এক দিন তুমুল প্রেমও থাকে!” দাম্পত্য তো বটেই, কেরিয়ারেও চূড়ান্ত সাফল্য পেয়েছেন রানি। এর আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক শক্তিশালী মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এর মাধ্যমে আরও একবার নিজেকে জাত অভিনেত্রী বলে প্রমাণ করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Mukerji Reveals Big Secret: স্বামী আদিত্যকে নিয়ে রীতিমতো নাজেহাল দশা! অবশেষে দাম্পত্য জীবনের রহস্য ফাঁস করলেন রানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল