অবশেষে আশঙ্কাই সত্যি হল। সোমবার, চোপড়া এবং রাঘব চাড্ডা ইনস্টাগ্রামে অভিনেতার গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা একটি যৌথ পোস্টের মাধ্যমে গর্ভাবস্থার ঘোষণা করেন। যেখানে তারকা দম্পতি ১+১= ৩ সহ ছোট্ট একটি পায়ের ছবি শেয়ার করেছেন। তারা প্রকৃতির মাঝে হাত ধরে হাঁটতে থাকা একটি ভিডিওও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন- ‘আমাদের ছোট্ট মহাবিশ্ব … এগিয়ে যাচ্ছে, অপরিসীম ধন্য।’
advertisement
এই সুখবরটি শেয়ার করার সঙ্গে সঙ্গে সেলিব্রিটি এবং ভক্তরা প্রচুর ভালবাসা এবং অভিনন্দনমূলক মন্তব্যের বন্যা বয়ে গেল। পরিণীতির পোস্টে সোনম কাপুর মন্তব্য করেছেন, ‘অভিনন্দন প্রিয়তম।’ ভূমি পেডনেকার, হুমা কুরেশি এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। এবং কিয়ারা আদবানি, যিনি সদ্য একটি কন্যা সন্তানের মা হয়েছেন, তিনি পোস্টটি লাইক করেছেন। নেহা ধুপিয়া হবু বাবা-মাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মন্তব্য করে বলেছেন, ‘অভিনন্দন…,স্বাগতম।’ ‘অভিনন্দন। দারুন খবর,’ বললেন হর্ষদীপ কৌর। রাকুল প্রীত সিংও এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
২০২৩ সালে তাদের বিয়ে বছরের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়ের মধ্যে অন্যতম ছিল৷ সম্প্রতি,পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে উপস্থিত হয়েছিলেন। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,
পরিণীতিকে শেষবার দেখা গিয়েছিল ইমতিয়াজ আলীর ‘চমকিলা’ ছবিতে। সম্প্রতি তিনি আরেকটি ওটিটি প্রকল্পের শ্যুটিং শেষ করেছেন।