TRENDING:

Parineeti Chopra Pregnant: এবার পাকা খবর...! মা হতে চলেছেন পরিণীতি চোপড়া, বিয়ের ২ বছরের মাথায় কোলে আসছে ফুটফুটে সন্তান

Last Updated:

Parineeti Chopra Pregnant: অবশেষে আশঙ্কাই সত্যি হল । বলিউডে বিরাট সুখবর৷ শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডে বিরাট সুখবর৷ শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া৷ ২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া এবং সাংসদ রাঘব চাড্ডা তা। বিয়ের কিছুদিন পর থেকেই অভিনেত্রী গর্ভাবস্থার গুঞ্জন শোনা গিয়েছিল। কারণ তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল, তবে পরিণীতি এই গর্ভাবস্থার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন।
News18
News18
advertisement

অবশেষে আশঙ্কাই সত্যি হল। সোমবার, চোপড়া এবং রাঘব চাড্ডা ইনস্টাগ্রামে অভিনেতার গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা একটি যৌথ পোস্টের মাধ্যমে গর্ভাবস্থার ঘোষণা করেন। যেখানে তারকা দম্পতি ১+১= ৩ সহ ছোট্ট একটি পায়ের ছবি শেয়ার করেছেন। তারা প্রকৃতির মাঝে হাত ধরে হাঁটতে থাকা একটি ভিডিওও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন- ‘আমাদের ছোট্ট মহাবিশ্ব … এগিয়ে যাচ্ছে, অপরিসীম ধন্য।’

advertisement

আরও পড়ুন-পুরুষদের ‘রামবাণ’…! রাতে ঘুমানোর আগে দিন এক চুমুক, সকালেই ছুটবেন তেজি ঘোড়ার মতো, ৭ দিনে জেগে উঠবে ঝিমিয়ে পড়া পুরুষত্ব, যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!

এই সুখবরটি শেয়ার করার সঙ্গে সঙ্গে সেলিব্রিটি এবং ভক্তরা প্রচুর ভালবাসা এবং অভিনন্দনমূলক মন্তব্যের বন্যা বয়ে গেল। পরিণীতির পোস্টে সোনম কাপুর মন্তব্য করেছেন, ‘অভিনন্দন প্রিয়তম।’ ভূমি পেডনেকার, হুমা কুরেশি এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। এবং কিয়ারা আদবানি, যিনি সদ্য একটি কন্যা সন্তানের মা হয়েছেন, তিনি পোস্টটি লাইক করেছেন। নেহা ধুপিয়া হবু বাবা-মাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মন্তব্য করে বলেছেন, ‘অভিনন্দন…,স্বাগতম।’ ‘অভিনন্দন। দারুন খবর,’ বললেন হর্ষদীপ কৌর। রাকুল প্রীত সিংও এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন-মাত্র ৫ মিনিটেই ‘ভ্যানিশ’…! রান্নাঘর থেকে বাথরুমে রাতে ছড়িয়ে দিন এক টুকরো ‘সাদা’ জিনিস, লেজ গুটিয়ে পালাবে ইঁদুরের বংশ, সকালেই মিরাকেল

২০২৩ সালে তাদের বিয়ে বছরের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়ের মধ্যে অন্যতম ছিল৷ সম্প্রতি,পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে উপস্থিত হয়েছিলেন। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,

advertisement

পরিণীতিকে শেষবার দেখা গিয়েছিল ইমতিয়াজ আলীর ‘চমকিলা’ ছবিতে। সম্প্রতি তিনি আরেকটি ওটিটি প্রকল্পের শ্যুটিং শেষ করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra Pregnant: এবার পাকা খবর...! মা হতে চলেছেন পরিণীতি চোপড়া, বিয়ের ২ বছরের মাথায় কোলে আসছে ফুটফুটে সন্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল