এক্ষেত্রেও বড় পর্দায় নয় ৷ বিজ্ঞাপনের ছবি দিয়েই সূচনাটা হল এক সন্তানের মা মীরার ৷ একটি জনপ্রিয় অ্যান্টি-এজিং ক্রিমের বিজ্ঞাপনেই প্রথম পর্দায় এলেন তিনি ৷ এখন অন্তঃসত্ত্বা মীরা ৷ কিছুদিন আগেই ঘটা করে হয়ে গিয়েছে তাঁর বেবি শাওয়ারও ৷ এখন দ্বিতীয় সন্তানের আসার অপেক্ষায় এখন দিন গুনছেন মীরা ৷ তাই অ্যান্টি-এজিং ক্রিমের বিজ্ঞাপনে এসে সমস্ত মায়েদের নতুন করে নিজেকে দেখার বার্তা দিয়েছেন মীরা ৷
advertisement
আরও পড়ুন: জলে-জঙ্গলে সানি লিয়নের স্নান, ভিডিও শেয়ার হতেই ভাইরাল
কিন্তু শুরুয়াৎটা তেমন জমল না মিসেস শাহিদ কাপুরের ৷ মাত্র ২২ বছর বয়সে অ্যান্টি-এজিং ক্রিমের বিজ্ঞাপন করায় নেটদুনিয়ায় রীতিমতো ট্রোলড হতে হল মীরাকে ৷ অনেকে বলেছেন, আপনি নিশ্চয়ই এই ক্রিম ব্যবহার করেন না ৷ কেউ বলেছেন, এই ‘ননসেন্স’ বিজ্ঞাপন করার কোনও মানে হয় না ৷ কেউ আবার বলছেন, এগুলো সব ‘ফেক’ ৷