TRENDING:

বুধবার সকালে ইরফান, বৃহস্পতিবারে ঋষি ! একদিনের অন্তরে চলে গেলেন দুই মহান তারকা

Last Updated:

ইরফান খানের মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি গোটা দেশ, গোটা বিশ্ব ৷ তার আগেই বৃহস্পতিবার সকাল সকাল গোটা দেশের ঘুম ভাঙল আরেক খারাপ খবরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইরফান খানের মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি গোটা দেশ, গোটা বিশ্ব ৷ তার আগেই বৃহস্পতিবার সকাল সকাল গোটা দেশের ঘুম ভাঙল আরেক খারাপ খবরে ৷ চলে গেলেন বলিউডের অন্যতম প্রিয় নায়ক ঋষি কাপুর ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি ৷ দেখুন কী ট্র্যাজেডি ৷ বুধবার সকাল ১১ টা নাগাদ চলে গেলেন বলিউডের অন্যতম অভিনেতা ইরফান খান ৷ আর বৃহস্পতিবার সকালে ঋষি কাপুর ৷
advertisement

ইরফান ও ঋষি দু’জনেই ভুগছিলেন মারণ রোগ ক্যানসারে ৷ ২০১৮ সাল থেকে ঋষির লিউকোমিয়ার চিকিৎসা চলছিল আমেরিকায় ৷ আর অন্যদিকে ইরফানের চিকিৎসা চলছিল লন্ডনে ৷ দু’জনেই জীবনের সঙ্গে লড়ছিলেন ৷ দু’জনেই হেরে গেলেন ৷

২০১৩ সালে মুক্তি প্রাপ্ত ‘ডি-ডে’ ছবিতে ঋষি কাপুর ও ইরফান খানকে দেখা গিয়েছিল একসঙ্গে অভিনয় করতে ৷ দর্শক দু’জনের অভিনয়ের প্রশংসাও করেছিল ৷  মৃত্যুতেও সেই দুই নায়ক যেন জুটি !

advertisement

ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে ৷ কাপুর পরিবার এই বার্তায় লিখলেন, ‘প্রিয় ঋষি কাপুর আজ আর নেই ৷ বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন ৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন ৷ গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে ৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

এই বার্তায় কাপুর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ের মুখে ৷ করোনার প্রকোপ ৷ রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় ৷ তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান ৷ তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা ৷ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বুধবার সকালে ইরফান, বৃহস্পতিবারে ঋষি ! একদিনের অন্তরে চলে গেলেন দুই মহান তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল