TRENDING:

Dharmendra: ‘আহত সিংহ...’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার?

Last Updated:

Bollywood Actor Dharmendra: বয়সকে তুড়ি মেরে ৮৮ বছরেও পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। ধর্মেন্দ্র সক্রিয় সোশ‍্যাল মিডিয়াতেও। তবে হঠাৎ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরা৷ ধর্মেন্দ্রর করা একটি পোস্ট দেখেই বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ‍্য নিয়ে চিন্তায় ভক্তকুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বয়সকে তুড়ি মেরে ৮৮ বছরেও পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। ধর্মেন্দ্র সক্রিয় সোশ‍্যাল মিডিয়াতেও। তবে হঠাৎ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরা৷ ধর্মেন্দ্রর করা একটি পোস্ট দেখেই বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ‍্য নিয়ে চিন্তায় ভক্তকুল।
‘আহত সিংহ...’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার? সোশ্যাল মিডিয়া পোস্টে বড় জল্পনা
‘আহত সিংহ...’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার? সোশ্যাল মিডিয়া পোস্টে বড় জল্পনা
advertisement

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন বর্ষীয়ান অভিনেতা৷ ধর্মেন্দ্র যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাঁকে ধূসর রঙের সোয়েটশার্ট এবং নীল পাজামা পরা অবস্থায় দেখা যাচ্ছে। ‘শোলে’ তারকা একটি চেয়ারে বসে আছেন এবং তার পায়ে প্লাস্টার দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা ‘আহত সিংহ… আবার ব্যস্ত।

নিজের খামার বাড়িতেই এখন সময় কাটাচ্ছেন বলিউডের হি-ম্যান৷ তবে তাঁর পায়ে চোট লেগেছে? নেটিজেনদের ধারণা তেমনটাই৷ অভিনেতার ডান পায়ে একটি ফ্র্যাকচার দেখা যাচ্ছে, যা দেখে ভক্তরাও চিন্তিত এবং জিজ্ঞাসা করছেন তার কী হয়েছে এবং কীভাবে তিনি এই চোট পেয়েছেন।

advertisement

আরও পড়ুন: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুম্বাইয়ে ভোটের দিন শেষবারের মতো পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হয়েছিলেন ধর্মেন্দ্র। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে এসেছিলেন তিনি। স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের সঙ্গে ভোট দিতে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra: ‘আহত সিংহ...’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল