TRENDING:

১৯৮১ সাল ! মঞ্চে গাইছেন অমিতাভ ! সঙ্গে অভিষেক ও শ্বেতা ! দেখুন ভিডিও

Last Updated:

সপ্তাহের শেষে থাকত স্টেজ শো। দেশের বিভিন্ন শহরে সারা রাত চলতো জলসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তখন ১৯৮১ সাল । অমিতাভ বচ্চন তখন বলিউডের সব থেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। একের পর এক ভাল ছবি করে অ্যাংরি ইয়াংম্যান জয় করে ফেলেছেন সকলের মন। এই বছরেই রিলিজ করেছিল 'কালিয়া'। এই সময় স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতেন অমিতাভ।
advertisement

সপ্তাহের শেষে থাকত স্টেজ শো। দেশের বিভিন্ন শহরে সারা রাত চলতো জলসা। সেখানে গান গাইতেন অমিতাভ। নিজের সিনেমার সংলাপ বলতেন। ঠিক যেমনটা এখনও হয় টলিউড বা বলিউডে। এই শোতে বেশ কয়েকবার অভিষেক ও শ্বেতাকেও নিয়ে গিয়েছেন অমিতাভ।

এমনই একটি জলসার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিষেক। ভিডিওতে দর্শকদের সঙ্গে শ্বেতা ও অভিষেকের আলাপ করিয়ে দিচ্ছেন অমিতাভ। ভিডিও শেয়ার করে লম্বা নোট লেখেন অভিষেক। তিনি লিখেছেন, "এই সময়টা ১৯৮১। বাবা তখন অ্যাংরি ইয়াংম্যান। বাবা বিভিন্ন শহরে ফ্যাংশন করতে যেত। সেখানে স্টেজে বাজনা বাজত। আর বাবা নিজের ছবির গান গাইতো। এর আগে গান শুধু প্লে-ব্যাক গায়করাই গাইতেন। আমার এমন অনেক স্মৃতি রয়েছে বাবার সঙ্গে। আমি তখন ছোট। সেই সময় কল্যানজি- আনন্দজিও বাবার সঙ্গে যেতেন। তাদের বাজনা মঞ্চকে মাতিয়ে তুলতো। প্রায় প্রতি উইকেন্ডেই বাবার শো থাকতো। আমি আর দিদি যেতাম। আমরা ওই সময় দু'ঘণ্টাও ঘুমোতাম না। স্টেজ শোয়ের আগে রিহের্সাল চলতো। সে এক অন্য দিন। এই স্টেজে জনি লিভার থেকে শুরু করে আরোও অনেককে দেখেছি আমি। তখন বাবার মতো স্টেজে গাইতে খুব ইচ্ছে করতো।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পায়ে বাড়ি বাড়ি ঘুরে SIR-এর কাজ, কমপ্লিট ৯৯ শতাংশ, অনুপ্রেরণার আরেক নাম শোভানারা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
১৯৮১ সাল ! মঞ্চে গাইছেন অমিতাভ ! সঙ্গে অভিষেক ও শ্বেতা ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল