TRENDING:

’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত

Last Updated:

’83’ Box Office Collection: ২৪ ডিসেম্বর ভারতে ৮৩ (’83’) - প্রায় ৩৭৪১ স্ক্রিনে রিলিজ হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রণবীর সিং (Ranveer Singh)  এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ফিল্ম ৮৩ লম্বা সময়ের অপেক্ষার পর রিলিজ হয়েছে৷ রণবীর ও দীপিকার বিয়ের পর একসঙ্গে স্ক্রিনে ফেরত এসেছেন৷ বিয়ের দীপবীর জুটির এটা একসঙ্গে প্রথম সিনেমা৷ ২৪ ডিসেম্বর ভারতে ৮৩ (’83’) - প্রায় ৩৭৪১ স্ক্রিনে রিলিজ হয়েছে৷ ফিল্মের কাহিনী ক্রিকেটের গল্পের সঙ্গে যুক্ত৷ তাই দর্শকদের এই ছবিকে ঘিরে বাড়তি আগ্রহ৷ ফিল্ম ১৯৮৩-র ওয়ার্ল্ড কাপ জয়ের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছে৷ ফিল্ম টক্কর দিতে হবে স্পাইডার ম্যান ও পুষ্পা-র সঙ্গে৷ এছাড়াও রয়েছে অক্ষয় কুমার, সারা আলি, ধনুষ অভিনীত অতরঙ্গি রে ছবি৷ ৮৩ -র রিলিজের পর সমস্ত মানুষের নজর রয়েছে এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে৷ ফিল্ম থেকে আশা ছিল সূর্যবংশী ছবির রিলিজ ডেটের বক্স অফিস কালেকশনকে ভেঙেচুরে দেবে৷ কিন্তু রণবীর সিংয়ের ৮৩ তা করতে পারেনি৷
83 box office collection
83 box office collection
advertisement

ক্রিসমাসের ছুটির কারণে ছবির ফায়দা

ফিল্ম ৮৩ কে (’83’) নিয়ে যেভাবে উন্মাদনা তৈরি হয়েছিল তা দেখে মনে হয়েছিল বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেচুরে যাবে৷ কিন্তু ছবির প্রযোজকরা প্রত্যাশামতো ফল পায়নি৷ মেট্রো শহর অর্থাৎ মুম্বই, দিল্লি-এনসিআর, কলকাতা এবং বেঙ্গালুরুতে এই ফিল্মের ভালো শুরু হয়েছে৷ কিন্তু ছোট শহরে এই ছবি প্রত্যাশার থেকে ১০-৩০ শতাংশ কম ফল লাভ করছে৷ তবে মনে করা হচ্ছে ক্রিসমাসের ছুটিতে এই সিনেমার বক্স অফিস কালেকশন ভালো হবে৷

advertisement

ছবির প্রথমদিন ঠিকঠাক ওপেনিং

আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ

বক্স অফিসে ৮৩-র প্রথম দিনের আয়ের কথা বললে ১৪-১৫ কোটি টাকা আয় হয়েছে৷ বক্স অফিসে বর্তমান স্পাইডারম্যান ও পুষ্পা জোরদার ব্যবসা করছে৷ এই অবস্থায় ৮৩ শুরু ভালো হয়েছে মনে করা হচ্ছে৷ মনে করা হচ্ছে উইকএন্ডের টাকার হিসেব সামনে এলে দেখা যাবে রিলিজের দিনের থেকে অনেকটা বেশি লাভ হয়েছে৷ যদিও আশা ছিল সূর্যবংশীর প্রথম দিনের বক্স অফিসের আয়কে ছাপিয়ে যাবে এই সিনেমা কিন্তু সেটা হয়নি৷ সূর্যবংশী ২৬ কোটি টাকার কালেকশন করেছিল৷

advertisement

আরও পড়ুন - Hot Viral Photo: বুকের কাছে শুধুই হুক কী আর যৌবন ধরে রাখতে পারে! নিয়া শর্মা-র ছবিতে আগুন, দেখুন ফটো

’83’ - ১৯৮৩-র বিশ্বকাপ ভারতের বিজয় গাথা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ছবি ’83’  ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের আধারে তৈরি৷ রণবীর সিং কপিল দেবে-র ভূমিকায় এবং দীপিকা পাড়ুকোন তাঁর স্ত্রী রোমি-র ভূমিকায় অভিনয় করেছেন৷ ফিল্মে তাঁরা ছাড়া চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, সাহিল খট্টররাও অভিনয় করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল