লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার হ্যারি বক্সার একটি বিস্ফোরক অডিও ক্লিপে কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে। পাশাপাশি ওই অডিও বার্তায় সাফ জানান হয়েছে, ‘‘সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই কপিল শর্মার ক্যাফেতে গোলাগুলি করা হয়েছে। ভবিষ্যতে কেউ সলমনের সঙ্গে কাজ করলে তারও চরম পরিণতি হবে। এবার সোজা বুকে গুলি চলবে।’’ সরাসরি খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের।
advertisement
ভারতীয় চলচ্চিত্র জগতের এটি ‘সরাসরি হুমকি’, বিষ্ণোই গ্যাংয়ের হুমকির তীব্র নিন্দা করে জানিয়েছে AICWA। AICWA-এর সভাপতি সুরেশ শ্যামল গুপ্ত ঘটনাটিকে ৯০-এর দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের ভয় দেখানোর সেই সময়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘‘এটি শুধুমাত্র কপিল শর্মার ব্যপার নয়। এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ জীবিকার সঙ্গে সম্পর্কিত। এই ধরনের হিংসাত্মক কাজগুলি শিল্পীদের মধ্যে ভয় সঞ্চার করার এবং দেশের সাংস্কৃতিক মেরুদণ্ডকে ব্যাহত করার চেষ্টা।’’
AICWA এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সলমন খান, বাবা সিদ্দিকি এবং সম্প্রতি অভিনেতা সইফ আলি খানের মতো বিশিষ্ট ব্যক্তিদের উপর হুমকি এবং হামলার ঘটনাও ঘটেছে। AICWA জানিয়েছে, এই ধরণের ঘটনা শিল্পীদের আতঙ্কিত করার জন্য একটি “ইচ্ছাকৃত প্রচারণার” অংশ। অবিলম্বে সরকারী পদক্ষেপের আহ্বান জানিয়েছে AICWA।
