অগাস্টে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী করণ কন্যাসন্তানের মা-বাবা হতে চান৷ এমনকি গর্ভস্থ সন্তানকে তাঁরা ইংরেজিতে ‘শি’ বলেও উল্লেখ করেছিলেন৷
বিপাশা বলেছিলেন, ‘‘যেদিন থেকে আমরা পরিবার পরিকল্পনা করেছি সেদিন থেকেই আমাদের আশা কন্যাসন্তানের বাবা মা হওয়ার৷ আমি জানি পথিবীতে একটি শিশুই সেরা উপহার৷ সবথেকে বড় কথা হল যে কোনও লিঙ্গের সন্তানই আমাদের কাছে সমান আদৃত ও স্বাগত৷ তবে আমরা আমাদের সন্তানকে কন্যা হিসেবেই উল্লেখ করছি৷ আমাদের বিশ্বাস সে কন্যাই, এবং যে দিন থেকে আমরা সন্তান চেয়েছি, এটাই বিশ্বাস করে এসেছি৷’’
advertisement
শনিবার পরে বিপাশার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁদের কন্যাসন্তান জন্মানোর খবর জানানো হয়৷ জানিয়ে দেওয়া হয় মেয়ের কী নাম রেখেছেন তাঁরা, সেটাও৷ সদ্যোজাত কন্যার নাম বিপাশা ও করণ রেখেছন ‘দেবী’৷ পদবিতে আছে মা ও বাবার দু’জনের পরিচয়ই৷ নবজাতকের সম্পূর্ণ নাম দেবী বসু সিং গ্রোভার৷
আরও পড়ুন : মেয়ে মালতির থেকে চোখ আর ফেরে না, পাশে শুয়ে নিক... প্রিয়াঙ্কার সুখী-গৃহকোণ ভাইরাল
২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা এবং করণ সিং গ্রোভার৷ এর পর ২০১৮-এ বিপাশার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর গুঞ্জরিত হয়৷ কিন্তু সেটা যে ভুল, তা ট্যুইট করে জানিয়েছিলেন বিপাশা নিজেই৷
আরও পড়ুন : সময়ের আগেই এল সন্তান! দ্বিতীয় বার মা-বাবা হলেন গুরমিত-দেবিনা
এর পর চলতি বছর ১৬ অগাস্ট করণ ও বিপাশা তাঁদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে সে খবর জানান সামাজিক মাধ্যমে৷ বেবি বাম্পের ছবি দিয়ে বিপাশা লেখেন তাঁদের দু’জনের পরিবার এ বার তিন জনের হতে চলেছে৷ পাশে থাকার জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদও জানান তিনি৷ বিপাশার মাতৃত্বের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা৷