TRENDING:

Bipasha Basu Daughter Devi: বাঙালি রীতিতে মুখেভাত বিপাশার মেয়ের, অন্নপ্রাশনের থালায় কী ধরল দেবী?

Last Updated:

Bipasha Basu Daughter Devi: বিপাশার মেয়েকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও, নিজের বাঙালিয়ানা ভোলেননি বিপাশা বসু। সম্প্রতি মেয়ে দেবীর অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। আর সেখানেই একেবারে বাঙালি রীতি মেনে মেয়ের মুখেভাত দিলেন বিপাশা ও করণ। দেবীর মুখেভাতের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশা বসু।
বিপাশা, করণ ও তাঁদের মেয়ে দেবী
বিপাশা, করণ ও তাঁদের মেয়ে দেবী
advertisement

এপ্রিলে মেয়ের মুখ দেখানোর পরই এবার মুখেভাতের ভিডিও দেখালেন নায়িকা। অন্তঃসত্ত্বা থাকাকালীন এক পর্যায়ে ঘটা করে সাধের আয়োজন করা হয় অভিনেত্রীর। এ বার মেয়ে দেবীর জন্মের পর মুখেভাত অনুষ্ঠানও যে হবে, তা প্রায় জানাই ছিল। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই হল দেবীর মুখেভাতের অনুষ্ঠান। ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট।

advertisement

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলার মোচা এই ভয়ানক রোগ থেকে রেহাই দেবেই!

বিপাশা নিজে লাল সালোয়ার কামিজ পরেছিলেন, সিঁথিতে চওড়া করে লাল সিঁদুর। সঙ্গে ছিলেন স্বামী করণও। বাঙালিদের মুখেভাতে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় সাজানো হয়, একটি বই (গীতা), কলম, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটিতে হাত দেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ। বিপাশার দেওয়া ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী কী ধরল ওই থালা থেকে? উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।

advertisement

আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বাঙালি অভিনেত্রী বিপাশার জীবনে আসে মাতৃত্বের স্বাদ। ২০২২-এর নভেম্বরে ৪৩ বছর বয়সে প্রথমবার মা হন বিপাশা বসু। প্রথমবার বাবা হন করণ সিং গ্রোভার। প্রসঙ্গত, বিপাশার এটা প্রথম বিয়ে হলেও করণ সিং গ্রোভারের ছিল তৃতীয় বিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bipasha Basu Daughter Devi: বাঙালি রীতিতে মুখেভাত বিপাশার মেয়ের, অন্নপ্রাশনের থালায় কী ধরল দেবী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল