TRENDING:

বদলে গেল বিগবস ১৪র টেলিকাস্টের ডেট ! ১৪ কোটি পারিশ্রমিক নেওয়া সলমন সমস্যায়!

Last Updated:

সূত্রের খবর শো নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে কতৃপক্ষকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুরু হতে চলেছে বিগবস ১৪। এই শো গত বছর সব থেকে বেশি টিআরপি পেয়েছিল। এবছর করোনার জন্য শুরু হতে অনেকটাই দেরি হচ্ছে। তবে কারা কারা এই বিগবসের বাড়িতে থাকবেন এবার তা মোটামোটি ঠিক হয়ে গিয়েছে। সলমন খানের এই শোতে এবছর যারা থাকতে পারেন তাঁদের কয়েকজনের নাম ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যে। যার মধ্যে রাধে মাও থাকতে পারেন। এছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গেও কথা হয়ে গিয়েছে।
advertisement

বিগবসে সলমন খানের পারিশ্রমিক ১৪ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা নেওয়ার জন্য সমালোচিতও হয়েছেন সল্লুভাই। তবে তাঁর জন্যই এই শোয়ের টিআরপি সবচেয়ে বেশি। যেহেতু করোনা থাবা বসিয়েছে দেশে তাই এই শো শুরু হতে অনেকটা দেরি হচ্ছে। বিগবস কতৃপক্ষ জানিয়েছিল অক্টোবরের তিন তারিখ থেকে টেলিকাস্ট হবে এই শোয়ের। কিন্তু এখন সেই সিদ্ধান্তও বদল করলেন তাঁরা।

advertisement

প্রতিবছর বিগবসের প্রতিযোগীদের নাম গোপন রাখার জন্য প্রথম শোয়ের শ্যুট হয় ঠিক একদিন আগে। কিন্তু এবার তিন দিন আগে শ্যুট হবে। তিন তারিখের বদলে ৪ অক্টোবর থেকে দেখানো হবে বিগবস ১৪।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই শোয়ের জন্য ইতিমধ্যেই নেহা শর্মা, নিয়া শর্মা, পবিত্র পুনিয়া, নিশান্ত সিংয়ের মতো অভিনেতাদের নাম সামনে এসেছে। তবে এই শোয়ের শ্যুটিংয়ের জন্য করোনা সতর্কতা মানা হচ্ছে। এমনকি এবছর ঘরে থাকার নিয়মও বদলে যাচ্ছে। প্রতিবারের মতো খুব কাছাকাছি এসে মারপিট, ঝগড়া করা যাবে না এবার। তবে ঠিক কি হতে চলেছে, তা জানা যাবে ৪ তারিখের পরই। সূত্রের খবর শো নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে কতৃপক্ষকে। করোনার জন্য অনেকেই রাজি হচ্ছেন না এই শোতে আসতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বদলে গেল বিগবস ১৪র টেলিকাস্টের ডেট ! ১৪ কোটি পারিশ্রমিক নেওয়া সলমন সমস্যায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল