advertisement
শাহনাজ মুক্ত কন্ঠে দৃপ্ত ভাষণে জানিয়েছেন সিদ্ধার্থ শুল্কাকে ভালবাসেন ৷ বিগব বসের নতুন প্রোমোতে জানা গিয়এছে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে বসে আছে শেফালি জারিওয়ালা জানিয়েছেন তাঁর সিদ্ধার্থকে ভাল লেগে গিয়েছে তিনি সিদ্ধার্থ শুক্লার প্রেমে পড়েছেন ৷ এই নিয়েই চলছে চর্চা জোর চর্চা চলছে ৷ তাঁকে ভালবাসার উকিল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ উত্তরে শেফালি জানিয়েছেন তাঁর ভালবাসার উকিল হওয়ার কোনও প্রয়োজন নেই ৷ সিদ্ধার্থ শেফালির কথা জানিয়েছেন যে তাঁরা বহু বছর পরে মুখোমুখি হয়েছেন ৷ দুই জনকে বাথরুমে যাওয়ার কথা বললে ৷ দু'জনেই জানিয়েছেন তাঁরা গিয়েছিলেন ৷
তার পরেই দু'জনে আনন্দ করতে করতে বাথরুমের দিকে চলে যান ৷ এরপরে তিনি জানতে চান বাথরুমের ভিতরে কী কথা বলছে ৷ বাইরের থেকে দরজা ধাক্কাচ্ছেন ধাক্কাতে ধাক্কাতে বলছেন আমি জানি তিনি কী করছেন ? তিনি চুমু খাচ্ছিলেন ৷ রেগে গিয়ে সিদ্ধার্থ জানিয়েছেন অনেক বেশি হয়েছেন ৷ পর্বটি আজ সম্প্রচারিত হবে ৷