বলিউডে একের পর এক ফ্লপের পর প্রায় আড়াইশো কোটি টাকার ব্যবসা করে ২০২২-এর প্রথম বলিউডের হিট ছবি হিসেবে খাতা খুলেছিল 'ভুলভুলাইয়া ২'। আর এই সাফল্য শুধুমাত্র গল্পের গুণে নয়, কার্তিক নিজেও ছিলেন তাঁর মুখ্য একটি কারণ।
তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতে আবার আসতে চলেছে 'ভুলভুলাইয়া ৩'। ইনস্টাগ্রামে টিজারের ভিডিও শেয়ার করে জানালেন স্বয়ং 'রুহ্ বাবা' কার্তিক। দ্বিতীয়বারের জন্য তাকে আবার দেখা যাবে এই ভূমিকায়। তিনি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন 'রুহ্ বাবা উইল রিটার্ন ইন দিওয়ালি ২০২৪'।
advertisement
আরও পড়ুন- ফের আইনি বিপাকে শাহরুখের পরিবার! এবার বাদশা-পত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল
আরও পড়ুন- বাংলায় ফের অরিজিৎ! শো-এর দিন বদল, অফলাইনেও টিকিট! কবে ও কীভাবে গান শুনতে যাবেন
ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে ২০২৪ সালের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া ৩'। ছবি মুক্তির দেড় বছর আগে থেকেই এক প্রকার প্রচার শুরু করে দিলেন তিনি। ভিডিওটি ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গে আবারও তোলপাড় নেটপাড়া। চেনা ভূমিকায় ফিরছেন কার্তিক। আর এবার তাঁর উপরেই ভূতের ভর! টিজারে তেমনি ঈঙ্গিত।
টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। হাড়হিম করার টিজারটি রীতিমতো ভাইরাল। তবে কার্তিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শহেজাদা' বক্স অফিসে সেরকম ভাবে জায়গা করে নিতে পারিনি। অবশ্য এ নিয়ে কিছু জানাননি অভিনেতা। এখন দেখার পালা 'রুহু বাবা' কি আবার ম্যাজিক দেখাতে পারবে পর্দায়? 'ভুলভুলাইয়া ৩' কি পৌঁছবে সাফল্যের শিখরে? এই সব প্রশ্নের উত্তর সময়ের খাতায়।